শিবম দুবে শর্ট-বলের বিরুদ্ধে তাঁর দুর্বলতা নিয়ে বেশ কঠোর পরিশ্রম করেছেন। এবং মহেন্দ্র সিং ধোনিও ব্যক্তিগত ভাবে শিবমের সমস্যা মেটাতে তৎপর হয়েছিলেন। এবং এই বিষয়ে তাঁকে সাহায্য করেছিলেন। মঙ্গলবার গুজরাট টাইটান্সকে ৬৩ রানে হারিয়ে এমনটাই দাবি করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।
বাঁ-হাতি ব্যাটার শিবম দুবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অপরাজিত ৩৪ রান করেছিলেন। আর টাইটান্সের বিরুদ্ধে তিনি ২৩ বলে ৫১ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি ছক্কা এবং ২টি চারে। এবার তাঁর খেলার সবচেয়ে উল্লেখযোগ্য যে বৈশিষ্ট্য লক্ষ্য করা গিয়েছে, তা হল তাঁর শর্টবল পরিচালনা করা।
শিবম তাঁর ক্যারিয়ারের শুরুর দিকে শর্ট বল নিয়ে সমস্যায় পড়েছিলেন। কিন্তু এই মরশুমে নিজেকে একেবারে পালটে ফেলেছেন শিবম। তাঁকে শর্টবলে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে দেখা গিয়েছে। মঙ্গলবার ম্যাচের পর রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, ‘আসলে ওর (শিবম) আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। ও যখন এখানে এসেছিল, তখন টিম ম্যানেজমেন্ট ওর সঙ্গে ব্যক্তিগত ভাবে কাজ করেছিল। মাহি ভাইও ওর সঙ্গে ব্যক্তিগত ভাবে কাজ করেছিল। ও জানে, ওকে কী ভূমিকা পালন করতে হবে এবং কোন বোলারকে কী ভাবে খেলতে হবে। আমাদের জন্য এটি একটি বড় প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে।’
আরও পড়ুন: বাবর আজমদের কোচ হিসেবে দায়িত্ব নেবেন MI-এর প্রাক্তন তারকা ক্রিকেটার? PCB আশাবাদী
শিবম দুবে দাবি করেছেন, সিএসকে তাঁকে খেলার স্বাধীনতা দিয়েছে এবং তিনি শর্ট বল খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রমও করেছেন। মঙ্গলবার প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়ার পর শিবম বলেছেন, ‘এই ফ্র্যাঞ্চাইজি (সিএসকে) অন্য সবার থেকে আলাদা। ওরা আমাকে স্বাধীনতা দিচ্ছে। ওরা চায়, আমি আরও ভালো করি এবং আমি কিছু ম্যাচও জেতাতে সাহায্য করি।’
এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘ধোনি ভাই আমাকে অনেক সাহায্য করেছে। চেন্নাইয়ের পিচে কী ভাবে খেলা উচিত সেটা আমি বুঝতে পেরেছি। নিজের উপর বিশ্বাস রেখেছি। আমি জানতাম ওরা আমাকে কিছু শর্ট বল করবে এবং আমি তার জন্য প্রস্তুতও ছিলাম।’
তিনি আরও বলেছেন, ‘চেন্নাইয়ের হয়ে খেলা শেষ করাটা সব সময়েই আমাকে অবাক করে দেয়। এটাই আমি মাহি ভাইয়ের কাছ থেকে শিখেছি, এবং আমি প্রতিটি ম্যাচেই সেটা করার চেষ্টা করে থাকি।’