বাংলা নিউজ > ক্রিকেট > IND vs AUS Test: বাজে ব্যাটিং, দিশাহীন ক্যাপ্টেন, ২০১১-র বিভাষিকার অজি সফরের সঙ্গে এবারের মিল অনেক, পার্থক্য ১ জনই!

IND vs AUS Test: বাজে ব্যাটিং, দিশাহীন ক্যাপ্টেন, ২০১১-র বিভাষিকার অজি সফরের সঙ্গে এবারের মিল অনেক, পার্থক্য ১ জনই!

২০২৪ সালে গাব্বায় কেঁপে পেলেন বিরাট, ২০১১-১২ সালে বোল্ড দ্রাবিড়। (ছবি সৌজন্যে এএফপি)

২০১১-১২ সালে অস্ট্রেলিয়া সফরে ০-৪ ব্যবধানে হেরে গিয়েছিল ভারত। এবার এখনও পর্যন্ত সিরিজের ফলাফল ১-১। গাব্বায় যা পরিস্থিতি, তাতে বৃষ্টিই একমাত্র বাঁচাতে পারে। আর সেই পরিস্থিতিতে ১৩ বছরের ব্যবধানে দুটি দলের মধ্যে অনেক মিল পাওয়া যাচ্ছে।

হতশ্রী ব্যাটিং, কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা সুপারস্টার, দিশাহীন অধিনায়কত্ব, দুর্বল বোলিং- কাকতলীয়ভাবে ২০১১ সাল এবং ২০২৪ সালের ভারতের অস্ট্রেলিয়া সফরের মধ্যে প্রায় সবদিক থেকেই অভাবনীয় মিল আছে। পার্থক্য বলতে শুধু একটাই, আরও নিখুঁতভাবে বললে একজনই - জসপ্রীত বুমরাহ। তিনি না থাকলে ২০১১-১২ সালের সেই বিভীষিকাময় অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলের সঙ্গে এবারের টিমের যেন কোনও পার্থক্য পাওয়া যেত না। একমুহূর্তের জন্য যদি চোখ বন্ধ করে ভাবতে হয় যে বুমরাহকে ছাড়া এবারের দলটা মাঠে নামছে, তাহলে নিঃসন্দেহে মনে হবে ১৩ বছর আগেকার সেই দুঃস্বপ্নের সিরিজ ফিরে এসেছে।

ব্যাটিংয়ে ব্যর্থতা- মিলেমিশে গেল ২০১১ ও ২০১৪ সাল

২০১১-১২ সালে চার ম্যাচের সেই টেস্ট সিরিজে ০-৪ ফলাফলে হেরে গিয়েছিল ভারত। যে দলে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের মতো তারকারা ছিলেন, যাঁরা নিজেদের কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়েছিলেন। সচিনের গড় ছিল ৩৬-র নীচে। দ্রাবিড়ের গড় ছিল ২৪-র ঘরে। নিজের প্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে লক্ষ্মণের গড় ছিল ২০-র নীচে। আর গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগ, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিদেরও অবস্থা শোচনীয় ছিল। 

আর এবারও সেই শোচনীয় অবস্থা ধরা পড়েছে ভারতীয় দলে। পার্থের দ্বিতীয় ইনিংসটা বাদ দিলে সিরিজের প্রথম তিনটি টেস্টে টিম ইন্ডিয়ার ব্যাটিংয়ের কঙ্কালসার অবস্থাটা বেরিয়ে এসেছে। আর সেই অবস্থা কতটা খারাপ, তা একটা সহজ পরিসংখ্যানেই বোঝা যাবে। পার্থের দ্বিতীয় ইনিংস বাদ দিয়ে বাকি তিনটি ইনিংসে ভারতের সর্বোচ্চ রান স্কোরার হলেন নীতীশকুমার রেড্ডি। সেইসঙ্গে লড়াই করেছেন বলতে একমাত্র কেএল রাহুল। 

বাকি বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্তরা তো একেবারেই ছন্দে নেই, একেবারেই নয়। বিরাটকে তো আউট করা এখন অস্ট্রেলিয়ার কাছে কার্যত জল-ভাত হয়ে গিয়েছে। সেই একই বলে আউট হচ্ছেন। পার্থের দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি বাদ দিলে চার ইনিংসে করেছেন মাত্র ২৬ রান। আর তাঁর অপর সুপারস্টার ‘পার্টনার’ রোহিত নামলে তো ফ্যানরা কার্যত উইকেটের কলামে আরও একটা সংখ্যা যোগ করে নিচ্ছেন। 

আরও পড়ুন: Ind vs Aus- গাব্বায় ফের বাইরের বলে আউট বিরাট! পূজারা বললেন, 'ও নতুন বলের খেলোয়াড় নয়…'

একইভাবে পার্থের সেঞ্চুরি বাদ দিলে যশস্বীর উইকেটটা এখন ‘দুধেভাতে’ হয়ে গিয়েছে। বোলার মোটামুটি একটা লাইন ও লেংথে বল করলেই হচ্ছে। বাকি আউট হয়ে যাওয়ার কাজটা যশস্বীই করছেন। আর তিনি ড্রেসিংরুমে হাঁটা লাগানোর পরে যিনি ক্রিজে আসছেন, সেই শুভমন গিলের হালও যথেষ্ট খারাপ। তিনটি ইনিংসে করেছেন মোটে ৬০ রান। গাব্বায় তো উইকেটটা ‘উপহার’ দিয়ে এসেছেন। 

সেইসবের মধ্যে পন্তও ছন্দে নেই। পাঁচটি ইনিংসে ৯৬ রান করেছেন। প্যাট কামিন্সের কাছে মাত খেয়েছেন। তাও তাঁকে কিছুটা গ্রেস মার্কস দেওয়া যায়, কারণ একটা সময় ভারতীয় দলের জঘন্য ব্যাটিং লাইন-আপকে তিনিই কার্যত একাহাতে টানছিলেন। আর তিনি যে নিজের খেলাটা খেলবেন, সেটার সুযোগই দিচ্ছেন না যশস্বী, গিলরা। পন্ত যখন নামছেন, তখন ভারত খোঁড়াচ্ছে। সামলাতে হচ্ছে নয়া বল। কিছুটা দোনামোনায় পড়ে গিয়ে আউট হয়ে যাচ্ছেন। 

পরপর যদি ২ ওভারে বল করতে পারতেন বুমরাহ!

আর ব্যাটিংয়ের সেই ছন্নছাড়া অবস্থার মধ্যে বোলিংয়ের দশাও বেহাল। বোলিংয়ে তো একজনই ভরসা - বুমরাহ। মহম্মদ সিরাজ ছন্দে না থাকায় অনভিজ্ঞ বোলিং লাইন-আপকে টানছেন একজনই। এক-এক সময় তো দেখে মনে হচ্ছে যে পরপর দু'ওভারে একই বোলার বোলিংয়ের নিয়ম চালু করার দাবি তুলবেন ভারতীয় সমর্থকরা। তিনি যে একদিক দিয়ে চাপ তৈরি করছেন, সেটা অন্য প্রান্তে ধরে রাখা যাচ্ছে না। পরিসংখ্যান অনুযায়ী, এখনও তিনটি টেস্টে ১৮ উইকেট নিয়েছেন। গড় ১১.৭২। তাঁর ধারেকাছেও নেই কেউ। সিরাজরা তো দূর অস্ত, অজিরাও পিছিয়ে।

আর সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার ব্যাটাররা অনায়াসে রান করে যাচ্ছেন। এখন অজিদের স্ট্র্যাটেজি একেবারে সহজ - বুমরাহের প্রথম স্পেল সামলে দাও, তারপর বাকিদের পেটাও, বল নরম হয়ে গেলে বুমরাহকেও টার্গেট করো আর বাকিদের আরও মারো। সেই স্ট্র্যাটেজিতেই অ্যাডিলেডে প্রথম ইনিংসে ৮৭.৩ ওভার এবং গাব্বায় প্রথম ইনিংসে ১১৭.১ ওভার ব্যাটিং করেছেন অজিরা। আর তাঁরা যে কায়দায় যাচ্ছেন, তাতে মেলবোর্ন আর সিডনিতে বুমরাহের শরীর কতটা শক্তি পড়ে থাকবে, তা নিয়ে ধন্দ আছে। তাঁর উপরে মারাত্মক ধকল পড়ে গিয়েছে। সেটা হলে ফলটা আরও মারাত্মক হবে।

যে ভয়াবহ ফল হয়েছিল ২০১১-১২ সালের সিরিজে। সেই সফরে জাহির খান ১৫টি উইকেট নিয়েছিলেন। গড় ছিল ৩১.৮। ১৪টি উইকেট নিয়েছিলেন উমেশ যাদব। গড় ছিল ৩৯.৩৫। তবে তিনি আশা জাগিয়েছিলেন। ইশান্ত শর্মা পাঁচ উইকেট নিয়েছিলেন। গড় ছিল ৯০.২। 

আরও পড়ুন: Ind vs Aus - শামি না থাকা বড় ফ্যাক্টর ঘুরিয়ে মানলেন বুমরাহ, বললেন পেসারদের 'ট্রানজিশন পিরিয়ড' চলছে

আর সেই ইশান্তের সঙ্গে এবার সিরাজের যেন অনেকটা মিল আছে। সিরাজ অত্যন্ত হতাশ করেছেন। হর্ষিত রানা, আকাশদীপরা নতুন। ফলে সিরাজের থেকে ভালো পারফরম্যান্সের আশা ছিল। ভারতীয় পেসারদের দেখে মনে হচ্ছে যে তাঁরা বিরাট-পূর্ববর্তী জমানায় ফিরে গিয়েছেন।

যদিও সেক্ষেত্রে ভারতের বোলিং মর্নি মর্কেলের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকছে। তিনি সাংবাদিক বৈঠকে এসে বলছেন যে বোলাররা মাঝের ওভারে রান খরচ করছেন। ঠিক লাইন-লেংথে বোলিং হচ্ছে না। আর সেটা যখন হচ্ছে না, তখন মাঠে কেন সেটা শুধরে দিতে পারছেন না? দিনের শেষে সাংবাদিক বৈঠকে বলে তো লাভ নেই? কারণ ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

রোহিত ও ধোনি- দিশাহীন ক্যাপ্টেন্সিতে মিলে গেলেন

ঠিক একইরকম দৈন্যতা দেখা গিয়েছে রোহিতের অধিনায়কত্বে। কী করছেন, কেন করছেন, কী জন্য করছেন, সেটার কোনও ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর প্ল্যান ‘এ’ থেকে প্ল্যান ‘জেড’ হচ্ছে বুমরাহ। তাছাড়া কোনও পরিকল্পনা নেই। এমনকী যত সময় যাচ্ছে, তত এই বিশ্বাসটা দৃঢ়ভাবে মনে গেঁথে যাচ্ছে যে সাদা বলে রোহিত দুর্দান্ত অধিনায়ক। কিন্তু টেস্টটা তাঁর জন্য নয়। 

আরও পড়ুন: Ind vs Aus- 'তোর মাথায় কিছু আছে'? নিজের ফ্রাস্ট্রেশন বাংলার পেসারের ওপর চাপালেন রোহিত শর্মা!

যে কথাটা আরও যে একজনের ক্ষেত্রে খাটে, তিনি হলেন ধোনি। একদিনের বিশ্বকাপ জয়ের বছরেই অস্ট্রেলিয়ায় টেস্ট অধিনায়কত্বে ধোনির দৈন্যদশা ধরা পড়েছিল। সেইসময় ভারতীয় দলে একজন বুমরাহ ছিলেন না বলে ০-৪ ফলাফলে হারতে হয়েছিল (সাসপেনশনের জন্য চতুর্থ টেস্টে ধোনি খেলতে পারেননি)। আর রোহিতের হাতে একজন বুমরাহ আছেন বলে এখন সিরিজের ফলাফল ১-১। আর সেই জয়টাও এসেছিলেন বুমরাহই অধিনায়কত্বে।

ক্রিকেট খবর

Latest News

KKR টিমে যোগ জম্মু-কাশ্মীরের পেসারের,১৫৭কিমিতে বল করা প্লেয়ার খেলবেন কার জায়গায়? পহেলগাঁও কাণ্ডে প্রতিবাদে শহরে মিছিল করতে চায় বিজেপি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আকাশছোঁয়া ভাড়া, দিতে হবে রং করার খরচও! মালিকদের চাহিদায় অতিষ্ঠ ভাড়াটেরা ইস্টবেঙ্গলে জিতেছিলেন সুপার কাপ! ফের ট্রফি দখলে রাখতে মরিয়া এই স্প্যানিশ তারকা দিঘার জগন্নাথ মন্দিরের ওপর আকাশ জুড়ে জোড়া রামধনু! কিছুর ইঙ্গিত? মমতা লিখলেন… গরমে শরীর ভালো রাখতে ওআরএস? দোকান থেকে নকলটা কিনছেন না তো? সতর্ক হোন এভাবে পহেলগাঁও কাণ্ডে ছিল ২ পাক জঙ্গি!হাসিম মুসা, আলি তালহা, আদিলদের ঘিরে হাড়হিম তথ্য 'ছেলের আত্মত্যাগ…', হিন্দুদের বাঁচাতে মৃত্যু আদিলের, গর্বিত কাশ্মীরি বাবা টানা ৩ জেতা ম্যাচ হাতছাড়া! দ্রাবিড় থাকতে কীভাবে এত খারাপ দশা? প্রশ্ন গাভাসকরের বৈশাখ অমাবস্যায়, রাশি অনুসারে এইগুলি দানে কাটবে দুঃসময়, ভাগ্য হবে উজ্জ্বল

Latest cricket News in Bangla

টানা ৩ জেতা ম্যাচ হাতছাড়া! দ্রাবিড় থাকতে কীভাবে এত খারাপ দশা? প্রশ্ন গাভাসকরের Video- ধোনিকে খেপিয়ে দেওয়া সেই আম্পায়ারই আবার ভুল করলেন IPLএ! এবার RCB-RR ম্যাচে দলবদলু পিভি সিন্ধু! RCB জিততেই SRH ছেড়ে বেঙ্গালুরুকে প্রিয় দল বানালেন শাটলার পহেলগাঁওতে নৃশংস হত্যা ভারতীয়দের! প্রতিবাদে এশিয়া কাপেও বাতিল পাকিস্তান ম্যাচ? বিরাটের কীর্তি রয়েছে মাত্র ১বার! যশস্বী করে দেখালেন ৩বার!বিরল রেকর্ড RR ওপেনারের RR-র বিরুদ্ধে ম্যাচ উইনিং স্পেল! Purple Cap-র দৌড়ে RCBর অজি পেসার! বাকিরা কারা? RRর বিরুদ্ধে মারকাটারি ৭০! Orange Cap-র রেসে ঢুকলেন বিরাট! টপ ফাইভে বাকিরা কারা? হাত দিয়ে বল না ধরে, টুপি দিয়ে ফিল্ডিং RCB তারকার! ICCর নিয়ম ভেঙেও কীভাবে বাঁচলেন হেজেলউড ম্যাজিকে অবশেষে চিন্নাস্বামীতে জয় RCBর! পয়েন্ট টেবিলে টপ থ্রিতে বিরাটরা যশস্বী আউট হতেই সেন্ড অফ হেজেলউডের! পাল্টা দিলেন RR ওপেনার! আসরে নামলেন আম্পায়ার

IPL 2025 News in Bangla

KKR টিমে যোগ জম্মু-কাশ্মীরের পেসারের,১৫৭কিমিতে বল করা প্লেয়ার খেলবেন কার জায়গায়? টানা ৩ জেতা ম্যাচ হাতছাড়া! দ্রাবিড় থাকতে কীভাবে এত খারাপ দশা? প্রশ্ন গাভাসকরের Video- ধোনিকে খেপিয়ে দেওয়া সেই আম্পায়ারই আবার ভুল করলেন IPLএ! এবার RCB-RR ম্যাচে বিরাটের কীর্তি রয়েছে মাত্র ১বার! যশস্বী করে দেখালেন ৩বার!বিরল রেকর্ড RR ওপেনারের হাত দিয়ে বল না ধরে, টুপি দিয়ে ফিল্ডিং RCB তারকার! ICCর নিয়ম ভেঙেও কীভাবে বাঁচলেন হেজেলউড ম্যাজিকে অবশেষে চিন্নাস্বামীতে জয় RCBর! পয়েন্ট টেবিলে টপ থ্রিতে বিরাটরা IPL-এ ফের ক্যাচ মিস রিয়ানের! লজ্জার রেকর্ডে সামিল রাজস্থানের অধিনায়ক,খোঁচা সানির ‘হার্দিক নির্লজ্জ, স্বার্থপর.., ভাল নাগরিক নয়!’ কেন সমালোচনার মুখে MI ক্যাপ্টেন? IPL-র ম্যাচের আগে হঠাৎই RCBর প্রাক্তনীদের খুঁজছেন RR হেডস্যার দ্রাবিড়! কারণ? অভিনব মানোহরকে মেরে মাটি ধরিয়ে দিলেন বুমরাহ! কী হল তারপর? সমালোচনার মুখে জসপ্রীত

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.