ম্যাচের দুই ইনিংসেই ব্যাট হাতে ডাহা ফেল পূজারা, এমন ছবি চলতি রঞ্জি মরশুমে দেখা যায়নি আগে। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচের ৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করা চেতেশ্বরের সব থেকে ছোট ব্যক্তিগত ইনিংস ছিল ৪৩ রানের। তবে মহারাষ্ট্রের বিরুদ্ধে পঞ্চম ম্যাচে মাঠে নেমে দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হন পূজারা।
চেতেশ্বরের এমন বেনজির ব্যর্থতার পরেও সৌরাষ্ট্রের ম্যাচ জিততে বিশেষ অসুবিধা হয়নি। সৌজন্যে ধর্মেন্দ্রসিং জাদেজার অল-রাউন্ডার পারফর্ম্যান্স ও পার্থ ভাটের শেষ ইনিংসে অবিশ্বাস্য বোলিং। বরং বলা ভালো যে সোলাপুরের শেষ ইনিংসে সারথি হয়ে সৌরাষ্ট্রকে জয়ের পথ দেখান পার্থ।
রঞ্জির এলিট-এ গ্রুপের এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে সৌরাষ্ট্র। তারা প্রথম ইনিংসে ২০২ রানে অল-আউট হয়ে যায়। ধর্মেন্দ্রসিং জাদেজা ৭২ ও প্রেরক মানকড় ৫৬ রান করেন। মাত্র ৩ রান করে আউট হন পূজারা। মহারাষ্ট্রের হিতেশ ৬টি ও তরণজিৎসিং ৪টি উইকেট নেন।
পালটা ব্যাট করতে নেমে মহারাষ্ট্র তাদের প্রথম ইনিংসে ১৫৯ রান তোলে। কৌশল তাম্বে ৩৭ ও অঙ্কিত বাউনি ৩৪ রান করেন। ক্যাপ্টেন কেদার যাদব ৩ রান করে আউট হন। ধর্মেন্দ্রসিং জাদেজা ৪টি, যুবরাজসিং দদিয়া ৩টি ও পার্থ ভাট ২টি উইকেট নেন।
আরও পড়ুন:- Ranji Trophy 2024: হাতে ৯টি সেলাই নিয়ে চোয়ালচাপা লড়াই, হারের দোরগোড়া থেকে কর্ণাটককে ম্য়াচ জেতালেন মণীশ পান্ডে
প্রথম ইনিংসের নিরিখে ৪৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সৌরাষ্ট্র। তারা দ্বিতীয় ইনিংসে একসময় ৬৯ রানে ৮ উইকেট হারায়। সেখান থেকে চিরাগ জানিকে সঙ্গে নিয়ে ক্যাপ্টেন জয়দেব উনাদকাট দলকে দেড়শো রানের গণ্ডি পার করান। সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অল-আউট হয়ে যায়। জয়দেব উনাদকাট ৪৫ ও চিরাগ জানি ৪৩ রান করেন। ৩৯ রান করেন বিশ্বরাজ জাদেজা। খাতা খুলতে পারেননি পূজারা।
আরও পড়ুন:- U19 WC Super Six Points Table: নেট রান-রেটে বাজিমাত ভারতের, দেখুন বিশ্বকাপের সুপার সিক্সের চূড়ান্ত পয়েন্ট তালিকা
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মহারাষ্ট্রের হিতেশ দ্বিতীয় ইনিংসে ৮টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন প্রদীপ দাধে ও আজিম কাজি। উইকেট পাননি কেদার যাদব।