শুক্রবার (৩ মে) আইপিএল ২০২৫-এর ৫১তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৩৮ রানে দুরন্ত জয়ের হাত ধরে গুজরাট টাইটান্স তাদের প্লে-অফের সম্ভাবনা আরও জোরদার করেছে। প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক শুভমন গিল ৩৮ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের ভিত শক্ত করেছিলেন। এছাড়া জস বাটলারের ৩৭ বলে ৬৪ রানের ইনিংসের হাত ধরে টাইটান্স ৬ উইকেটে ২২৪ রানের বিশাল স্কোর করে। সাই সুদর্শনের ২৩ বলে ৪৮ রানের ইনিংসটিও ছিল মূল্যবান। তাঁর আগ্রাসী মনোভাবের জেরেই মাত্র ৬.৫ ওভারে গিলের সঙ্গে ৮৭ রানের উদ্বোধনী জুটি গড়েন তিনি।
২২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক শর্মা ৭৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলে সানরাইজার্স হায়দরাবাদের শুরুটা ভালো করেছিল। কিন্তু আখেরে লাভ হয়নি। ডাগআউট থেকে গুজরাটের প্রধান কোচ আশিস নেহরার অ্যানিমেটেড ইনপুট চাপে ফেলে রাজস্থানকে। নেহরার ইনপুটে গুজরাটের বোলাররা হায়দরাবাদকে ৬ উইকেটে ১৮৬ রানে সীমাবদ্ধ রাখেন।
ঠিক কী করেছিলেন আশিস নেহরা?
নেহরাকে হাতের ইশারায় বোলার মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণকে নির্দেশ দিতে দেখা গিয়েছে। সেই মুহূর্তটি ক্যামেরাবন্দিও হয়েছে। ক্যামেরাকে ফাঁকি দিতে পারেননি জিটি-র প্রধান কোচ। সিরাজ এবং প্রসিধকে বুক লক্ষ্য করে বাউন্সার দিতে বলেছিলেন নেহরা। যার নিটফল, হায়দরাবাদ প্রসিধ, সিরাজকে খেলতে গিয়ে বেকায়দায় পড়েন। সিরাজ ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন। প্রসিধ কৃষ্ণ ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। তাদের ওভার গুজরাটের জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।
সানরাইজার্স হায়দরাবাদ কার্যত ছিটকেই গেল
খাতায়-কলমে জটিল সমীকরণে হয়তো এখনও সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ২০২৫-এর দৌড়ে রয়েছে। কিন্তু বাস্তবটা অন্য কথা বলছে। হায়দরাবাদ ১০টি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জিতেছে। বাকি সাতটি ম্যাচ হেরে তারা খাদে পড়ার অপেক্ষায়। প্লে-অফের কার্যত আর কোনও সম্ভাবনা নেই। এদিকে এই ম্যাচের পর গুজরাট টাইটান্স নেট রান রেটের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে টপকে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্টও ১৪। তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। আর নেট রানরেটে জিটি এবং আরসিবি-র চেয়ে এগিয়ে রয়েছে।
প্রসঙ্গত, গুজরাটের পরবর্তী ম্যাচ ৬ মে। সেই ম্যাচে তারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমআই-এর মুখোমুখি হবে। সেই ম্যাচের ফল, প্লে-অফে ওঠার লড়াইয়ে দুই দলের জন্যই সমান গুরুত্বপূর্ণ হবে।