
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে দলে জায়গা পাননি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার এই বিষয় নিয়ে মুখ খুললেন। তিনি মনে করেন, দলের সিনিয়র খেলোয়াড়রা যদি প্রথম একাদশের বাইরে থাকার বিষয়টা সহজে মেনে নেয় তাহলে তা দলের জন্যই ভালো হয়। নায়ার জোর দিয়ে বলেন, অশ্বিন এবং জাদেজা তাঁদের জন্য সেই কাজটাই সহজ করেছে। পার্থ টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এই দুই সিনিয়র ক্রিকেটারের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। মূলত সুন্দরের বাউন্সি পিচে ব্যাট করার ক্ষমতা এবং সাম্প্রতিক ফর্ম ভালো থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এর আগে বিদেশের মাটিতে দলে জায়গা পেতেন জাদেজা। দেশের বাইরে তাঁর ব্যাটিং পারফরম্যান্স ভালো থাকায় প্রথম একাদশে রাখা হতো তাঁকে। কিন্তু এবার অন্যরকম ভাবনা নিয়ে দল গঠন করেছিল ম্যানেজমেন্ট।
প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গম্ভীরের ডেপুটি। পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের হেড কোচ। আপাতত অভিষেক নায়ারের তত্ত্বাবধানে অনুশীলন সারছে রোহিতরা। এদিনের সাংবাদিক সম্মেলনে জাদেজা এবং অশ্বিন প্রসঙ্গে মন্তব্য করেন নায়ার। তিনি বলেন, ‘এটা তখন কঠিন হয়ে ওঠে যখন সিনিয়র ক্রিকেটাররা বুঝতে চায় না। কিন্তু এটা যখন অশ্বিন এবং জাদেজার প্রশ্ন আসে তখন আলাদা। তারা বোঝে দল কী করতে চাইছে। এটা খুব সহজ হয়ে যায়। দলের প্রথম নীতি হল গৌতি এবং রোহিত কী মনে করছেন।’
তিনি রোহিত এবং গম্ভীরের ‘দল আগে’ দর্শনেরও প্রশংসা করেন। নায়ার মনে করেন অশ্বিন এবং জাদেজার পাশাপাশি দলের সব ক্রিকেটাররা এই বিষয়টিকে সমর্থন করেন। তিনি বলেন, ‘আমি মনে করি সবাই এটা বিশ্বাস করে। আমার খুব দেখে ভালো লাগে যে অশ্বিন এবং জাদেজা তরুণ ক্রিকেটারদের সবসময় গাইড করে থাকে। এটা বলে বোঝানো খুব কঠিন। সবাই একটাই জিনিস চায় -টিম ইন্ডিয়ার জয়।’ নায়ার মনে করছেন, আগামী কিছু টেস্টে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি ক্রিকেটে স্পিনার বা পেসার কেউ খেলার বাইরে না। আপনার কাছে ঠিক সুযোগ আসবে।’ ভারতীয় দলের সহকারী কোচ মনে করছেন গোলাপি বলের টেস্টের জন্য পরিকল্পনা পরিবর্তন করতে হবে। তিনি বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনার পরিবর্তন করতে হবে। কিভাবে আপনি বল ছাড়বেন এবং কোন গতিতে ছাড়বেন, তার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports