ফের ছাঁটাই আরও এক প্রযুক্তি সংস্থায়! চাকরি হারাবেন ১,০০০ Yahoo কর্মী Updated: 10 Feb 2023, 01:05 PM IST Soumick Majumdar সংস্থার সিইও আশ্বাস দিয়েছেন, Yahoo এখনও যথেষ্ট লাভজনক একটি সংস্থা। বিজ্ঞাপনের বাজারে মন্দার কারণেই যে ছাঁটাই হচ্ছে, এমনটা মোটেও নয়। বরং বিভিন্ন কর্মীদের ডিভিশনের পুনর্গঠনের কারণেই এই ছাঁটাই।