প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষার উত্তরমালা (answer key)। যাঁরা পরীক্ষায় বসেছিলেন, তাঁরা http://pscwbapplication.in/ থেকে সেই অ্যানসার কি ডাউনলোড করতে পারবেন।
গত ২৫ জানুয়ারি দুটি সেশনে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল। পরীক্ষার ১২ দিনের মাথায় Answer Key প্রকাশিত হল।
কীভাবে ডাউনলোড করবেন?
১) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (http://pscwbapplication.in/) যান।
২) 'ANSWER KEY OF CLERKSHIP EXAMINATION (PRELI.), 2019'-কে ক্লিক করুন।
৩) একটি খুলে যাবে।
৪) প্রিন্ট আউট নিয়ে ভবিষ্যতের জন্য রেখে দিন।
অ্যানসার কি নিয়ে কোনও আপত্তি থাকলে তা আগামী ৭ ফেব্রুয়ারি থেকে জানানো যাবে। পরবর্তী সাতদিন পর্যন্ত সেই সুযোগ থাকবে। www.pscwbapplication.in ও http://wbpsc.gov.in-এর 'Answer Key Response'-তে গিয়ে আপত্তি জানাতে হবে। তবে নির্দিষ্ট সময়ের পরে কোনও উত্তর নিয়ে আপত্তি তুললে তা গ্রাহ্য হবে না