ইউজিসি নেট ডিসেম্বরের আবেদনের সময় আরও বাড়ল। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (ইউজিসি নেট) ডিসেম্বর ২০২৩ পরীক্ষার জন্য আবেদনের সময় সীমা বাড়াল এনটিএ । ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা। ugcnet.nta.nic.in ৩১ অক্টোবর (রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত প্রার্থীরা পরীক্ষা ফি জমা দিতে পারবেন । প্রার্থীদের স্বার্থের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে এনটিয়ে বলে জানা গিয়েছে।
(আরও পড়ুন: আগামী বছর 'চাপ' কমতে পারে জয়েন্ট মেইন পরীক্ষায়, শীঘ্রই প্রকাশ হবে সিলেবাস)
সংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন ফর্ম সংশোধন উইন্ডো আগামী ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর (রাত ১১টা ৫৯ মিনিট)পর্যন্ত খোলা থাকবে।
(আরও পড়ুন: আইটি সেক্টরে ইনক্রিমেন্টে বড় ধাক্কা! কমতে পারে বেতন বৃদ্ধির হার)
সংশোধনের আগে নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা ছিল ২৮ অক্টোবর পর্যন্ত এবং সংশোধন উইন্ডো খোলা ছিল ৩০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত । এখন এই সময় সীমা বাড়াল এনটিএ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অ্যাডমিট কার্ড ও ডিসেম্বরের শেষ সপ্তাহে ইউজিসি নেটের পরীক্ষার সিটি ইনফরমেশন স্লিপ প্রকাশ করতে পারে এনটিএ বলে আশা করা যাচ্ছে।
(আরও পড়ুন: প্রকাশিত IBPS PO-র মেনসের অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড করবেন? কবে পরীক্ষা?)
আগামী ৬ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ইউজিসি নেট-এর পরীক্ষার দিন নির্বাচিত হতে পারে। বিস্তারিত সময়সূচী পরে প্রকাশ করা হবে।উত্তর পত্র এবং ফলাফল ঘোষণার তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। সাধারণ প্রার্থীদের জন্য ইউজিসি নেটের আবেদন ফি ১,১৫০ টাকা। সাধারণ-ইডব্লিউএস এবং ওবিসি-এনসিএল আবেদনকারীদের জন্য ফি ৬০০ টাকা।
(আরও পড়ুন: করোনার সময় রাস্তায় খোলেন ‘স্কুল’, বিশ্বের সেরা দশে আসানসোলের 'রাস্তার শিক্ষক')
এসসি, এসটি, পিডব্লিউডি এবং তৃতীয় লিঙ্গ বিভাগের জন্য পরীক্ষার ফি ৩২৫ টাকা।এ ছাড়া অন্য যে কোনও সহায়তার জন্য, প্রার্থীরা এনটিএর সাথে 011-40759000 /011 - 69227700 যোগাযোগ করতে পারেন বা ugcnet@nta.ac.in ইমেল করতে পারেন।