সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে শূন্যপদে নিয়োগের ঘোষণা হয়েছে। রেলের হাসপাতালগুলিতে গ্রুপ সি পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ চলছে। আগ্রহী প্রার্থীরা রায়পুর রেলওয়ের সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বিশদে তথ্য পাবেন।
মোট শূন্যপদ
মোট ৭৫টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে। পদগুলি কনট্র্যাক্টভিত্তিক।
স্টাফ নার্স: ৪৯টি পদ
ফার্মাসিস্ট: ৪টি পদ
ড্রেসার: ৬টি পদ
এক্স-রে টেকনিশিয়ান: ৩টি পদ
ডেন্টাল হাইজিনিস্ট : ১টি পদ
ল্যাব সুপারিনটেনডেন্ট: ২টি পদ
ল্যাব সহকারী: ৭টি পদ
ফিজিওথেরাপিস্ট : ১টি পদ
অডিও-কাম-স্পিচ থেরাপিস্ট: ১টি পদ
যোগ্যতা :
পদ অনুযায়ী সেই বিষয়ে নির্দিষ্ট প্রশিক্ষণ থাকতে হবে।
কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন
রেলে অফিসিয়াল ওয়েবসাইট খেকে এই পদে আবেদন করা যাবে।
আবেদনের লিঙ্ক :
আরও পড়ুন : Realme 9i: কম দামেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি RAM
তারিখ
ওয়াক-ইন-ইন্টারভিউ হবে। গত ২০ জানুয়ারি, ২০২২ তারিখ থেকে শুরু হয়েছে।