মন্দা আর AI-এর প্রসার! Microsoft-এর মতো বড় কোম্পানিতেও বাড়বে না বেতন Updated: 11 May 2023, 01:10 PM IST Soumick Majumdar এ বছর, গ্রাহকদের চাহিদা, শ্রম বাজার, এবং উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় বিনিয়োগের দিক থেকে অর্থনৈতিক অবস্থা খুবই ভিন্ন। ইমেলে জানিয়েছেন সত্য নাদেলা। এর পরিপ্রেক্ষিতে, আমরা সামগ্রিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বেতন প্রদান করব।