মুনলাইটিং, ওয়ার্ক-ফ্রম-হোমের ফাঁদে পড়বেন না: নারায়ণ মূর্তি Updated: 25 Feb 2023, 09:35 PM IST Soumick Majumdar অল্পবয়সীদের ওয়ার্ক ফ্রম হোম করার অভ্যাসও ত্যাগ করা উচিত্ বলে দাবি করলেন নারায়ণ মূর্তি। তিনি বলেন, যুবসমাজের উচিত্ আলস্য ত্যাগ করা এবং নৈতিকতার পথে হাঁটার।