হিস্টরিকাল স্টাডিজে এমফিল এবং পিএইচডিতে ভরতি হতে চাইছেন, এমন কয়েকজন প্রার্থীর জন্য আবারও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা (JNUEE), ২০২০ নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
আগামী ২৮ অক্টোবর এই পরীক্ষা হবে। শুধুমাত্র যে পরীক্ষার্থীরা গত ৬ অক্টোবর সন্ধ্যার শিফটে পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের জন্য এই পরীক্ষার আয়োজন করা হচ্ছে। মেসেজের মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থীদের পরীক্ষার বিষয়ে জানিয়েছে NTA। সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে NTA-JNU-এর অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রার্থীরা অভিযোগ করেছিলেন, প্রবেশিকা পরীক্ষার সময় বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। সেই বিষয়টি NTA-কে জানানো হয়েছিল। NTA-এর ডিরেক্টর জেনারেল বলেন, ‘সব প্রার্থীকে পুনরায় পরীক্ষায় বসতে হবে না। শুধুমাত্র ৬ অক্টোবর যে সব পরীক্ষার্থী ইভিনিং শিফটের হিস্টরিকাল স্টাডিজে JNU প্রবেশিকা পরীক্ষা (JNUEE) দিয়েছিলেন, তাঁদের পুনরায় পরীক্ষা দিতে হবে। এই শিফটে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়ছিল।’
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে NTA JNU এর অফিসিয়াল ওয়েবসাইট -এ চোখ রাখুন।