দেশের চতুর্থ সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেল যাদবপুর। শুধু তাই নয়, গতবারের থেকে একলাফে চার ধাপ উত্থান হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। আগেরবার যাদবপুর অষ্টম স্থানে ছিল।
শুক্রবার ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২২’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবারও দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। তারইমধ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রথম দশে দুটি বিশ্ববিদ্যালয় জায়গা করে গিয়েছে - যাদবপুর এবং কলকাতা।
আরও পড়ুন: CU in NIRF Ranking 2022: দেশের সেরার তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয়! কেন্দ্রের র্যাঙ্কিংয়ে হল অষ্টম
এবার একেবারে চমকপ্রদ উত্থান হয়েছে যাদবপুরের। গতবার যাদবপুর বিশ্ববিদ্যালয় অষ্টম স্থানে ছিল। সেখান থেকে ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২২’-তে একলাফে চতুর্থ স্থানে উঠে এসেছে। স্কোরও বেড়েছে অনেকটা। গতবারের ‘ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে’ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কোর ছিল ৬০.৩৩। এবার সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৬০.৩৩। তার ফলে নিজেদের স্কোর বাড়িয়েও যাদবপুরের কাছে ‘হেরে’ গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। যে কলকাতা বিশ্ববিদ্যালয় গতবার ‘পশ্চিমবঙ্গ ডার্বিতে’ বাজিমাত করেছিল।