ভারতীয় সেনাতেও করোনার থাবা। লাদাখের এক সেনার শরীরে পাওয়া গেল করোনাভাইরাস। তারপরেই আর ঝুঁকি নিচ্ছে না ভারতীয় সেনা। সমস্ত Services Selection Board-এর ইন্টারভিউ আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনায় অফিসার হিসাবে দায়িত্ব নিতে গেলে এই ইন্টারভিউয়ে উত্তীর্ণ হতে হয়। চারদিন ধরে দেশের বিভিন্ন শহরে SSB ইন্টারভিউ হয়। চলতি সপ্তাহেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা হবে না। পরিবর্তিত তারিখ চাকুরিপ্রার্থীদের পরে জানিয়ে দেওয়া হবে বলেও সেনা সূত্রে জানানো হয়েছে। বিমানবাহিনী ও নৌবাহিনীও নিজেদের ইন্টারভিউ বাতিল করবে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন কোর্স আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা। একই সঙ্গে অনাবশ্যক কনফারেন্স, ট্রেনিং প্রভৃতিও মুলতুবি করা হয়েছে। অন্যদিকে লে-এর নিবাসী ৩৪ বছর বয়সী সেনার দেহে করোনা ধরা পড়েছে। ইরান থেকে তীর্থ করে আসার পর করোনায় আক্রান্ত হন সেনাবাহিনীর জওয়ানের বাবা। তার থেকেই করোনা হয়েছে এই জওয়ানের। তার ইউনিটের অন্যান্যদের কোয়ারেন্টাইন করা হয়েছে।