
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আজই কি প্রকাশিত হবে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল? যত সময় যাচ্ছে, তত বাড়ছে সেই জল্পনা। যদিও বিষয়টি নিয়ে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই বা CBSE) তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শীঘ্রই সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার (CBSE Class 10th Results 2022) রেজাল্ট ঘোষণা হবে। সম্ভবত আজই ফল প্রকাশ করা হবে বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ (মাধ্যমিক), অসম-সহ একাধিক রাজ্য বোর্ডের দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়ে যাওয়ায় সিবিএসই আর বিলম্ব করবে না বলে একটি মহলের তরফে আশা করা হয়েছে। তবে পুরো বিষয়টি নিয়ে সিবিএসই মুখে কুলুপ এঁটেছে। ফলে ক্রমশ টেনশন বাড়ছে পড়ুয়াদের।
কবে সিবিএসইয়ের দশম শ্রেণির পরীক্ষা হয়েছিল?
গত ২৬ এপ্রিল থেকে দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা শুরু হয়েছিল। চলেছে ২৪ মে পর্যন্ত। এবার মোট ২১,১৬,২০৯ জন পরীক্ষা দিয়েছিল। ছাত্রের সংখ্যা ছিল ৮,৯৪,৯৯৩। ১২,২১,১৯৫ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিল। কীভাবে সার্বিক রেজাল্টে প্রথম টার্ম (গত মার্চে প্রকাশিত হয়েছিল রেজাল্ট) এবং দ্বিতীয় টার্মের প্রাপ্ত নম্বর হিসাব যোগ করা হবে, তা এখনও জানানো হয়নি।
কীভাবে ওয়েবসাইটে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে (CBSE Class X Results 2022)?
১) অফিসিয়াল ওয়েবসাইট এবং -তে যেতে হবে।
২) হোমপেজে ‘CBSE Class 10th Result’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর, স্কুলের কোড এবং জন্মতারিখ দিতে হবে।
৪) স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে।
কীভাবে Digilocker-র মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখা যাবে (CBSE Board Results 2022)?
১) Digilocker-র অফিসিয়াল ওয়েবসাইট digilocker.gov.in-তে যেতে হবে। মোবাইল অ্যাপও ডাউনলোড করা যাবে।
২) আধার কার্ডের মতো তথ্য দিতে হবে।
৩) হোমপেজে 'Central Board of Secondary Education' ফোল্ডার থাকবে। তাতে ক্লিক করতে হবে
৪) স্ক্রিনে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখাবে। সেই পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।
কীভাবে SMS-র মাধ্যমে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখতে হবে (CBSE Class 10th Result 2022)?
১) ফোনের মেসেজ বক্সে গিয়ে cbse10 <space> roll number দিতে হবে।
২) 7738299899 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
৩) মোবাইল নম্বরে আসবে রেজাল্ট।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports