দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হল সিবিএসই (CBSE) দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। এবার পাশের হার সামান্য বাড়লেও মোটের উপর ফলাফল গতবারের তুলনায় কিছুটা পড়েছে। তারইমধ্যে ছেলেদের ছাপিয়ে গিয়েছে মেয়েরা।
আপডেট :
১) সিবিএসই দশম শ্রেণির ২০২০ সালের (CBSE Class 10th Result 2020) ফল প্রকাশের ঘোষণা করলেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল 'নিশাঙ্ক'। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘আমার প্রিয় পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকরা, দশম শ্রেণির ফল ঘোষণা করেছে সিবিএসই এবং সেটা দেখা যাবে cbseresults.nic.in-এ। এটা সম্ভবপর করার জন্য সবাইকে অভিনন্দন জানাতে চাই। আমি আবারও বলছি, পড়ুয়াদের স্বাস্থ্য এবং শিক্ষার মান আমাদের কাছে সবথেকে অগ্রাধিকার পায়।’
২) CBSE Class 10th Result 2020: গতবারের তুলনায় সামান্য বেড়ে পাশের হার দাঁড়িয়েছে ৯১.৪৬ শতাংশ। পশের হার বেড়েছে ০.৩৬ শতাংশ।
৩) CBSE Class 10th Result 2020: সব রাজ্যের মধ্যে ত্রিবান্দ্রমে পাশের হার সবথেকে বেশি - ৯৯.২৮ শতাংশ। সবথেকে কম পাশের হার গুয়াহাটিতে - ৭৯.১২ শতাংশ।
৪) CBSE Class 10th Result 2020: ছেলেদের ছাপিয়ে গেলেন মেয়েরা। ছাত্রীদের পাশের হার ৯৩.৩১ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯০.১৪ শতাংশ।
৫) CBSE Class 10th Result 2020: এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮,৭৩,০১৫ জন। পাশ করেছেন ১৭,১৩,১২১ জন। ৮.০২ শতাংশ পড়ুয়া কম্পার্টমেন্টে রয়েছেন। অর্থাৎ তাঁদের আবারও পুরো বিষয়ে পরীক্ষা দিতে হবে।
৬) CBSE Class 10th Result 2020: এবার ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যা কমেছে। গত বছর ২.২ লাখ পড়ুয়া (১২.৭৮ শতাংশ) ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছিলেন। এবার তা কমে দাঁড়িয়েছে ১৮৪,৩৫৮ (৯.৮৪ শতাংশ)।
৭) CBSE Class 10th Result 2020: ৯৫ শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়ার সংখ্যাও কমেছে। গত বছর ৫৭,০০০-এর বেশি পড়ুয়া ৯৫ শতাংশ বা তার বেশি নম্বর আছে। এবার সেই সংখ্যাটা ৪১,০৮৪। শতাংশের নিরিখে যা ২.২৩।
৮) CBSE Class 10th Result 2020: দ্বাদশ শ্রেণির মতো দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ‘ফেল’ রাখা হয়নি।
চলতি বছর প্রায় ১৮ লাখ পড়ুয়া দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছেন। ফল প্রকাশের পর তারা সিবিএসইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। এছাড়াও , এবং সাইটে রেজাল্ট দেখা যাবে।