আজ, মঙ্গলবার প্রকাশিত হবে না সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। ‘হিন্দুস্তান টাইমস'-কে সিবিএসইয়ের এক মুখপাত্র জানান, মঙ্গলবার দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হবে না।
সেই মোতাবেক আগামিকাল (১৫ জুলাই) দশম শ্রেণির ফলাফল ঘোষণা করা হওয়ার সম্ভাবনাই প্রবল। কারণ ইতিমধ্যে বোর্ডের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাইয়ের মধ্যে দশম এবং দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হবে। সেই মতো কিছুটা আচমকা সোমবার দ্বাদশ শ্রেণির ফল ঘোষণা করা হয়। তারপরই জল্পনা শুরু হয়েছিল, মঙ্গলবার কি তাহলে দশম শ্রেণির ফল জানিয়ে দেবে সিবিএসই? যদিও সেই জল্পনায় ইতি টানলেন ওই বোর্ড কর্তা।
চলতি বছর প্রায় ১৮ লাখ পড়ুয়া দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছে। ফল প্রকাশের পর তারা নিজেদের রেজাল্ট দেখতে পাবে। এছাড়াও cbse.nic.in এবং results.nic.in সাইটে রেজাল্ট দেখা যাবে।
রেজাল্ট দেখার প্রক্রিয়া :
১) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) যেতে হবে।
২) Result 2020 লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) রোল নম্বর-সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৪) Submit করতে হবে।
৫) স্ক্রিনে রেজাল্ট দেখাবে। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখা ভালো।