২ জনও থাকতে পারবে না রুমে, এই শহরে তার ভাড়া ৬২০০০ টাকা! চরম ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিয়ো
1 মিনিটে পড়ুন Updated: 28 Apr 2025, 12:28 PM ISTমাস গেলে ভাড়া গুণতে হবে ৬২ হাজার টাকা। কিন্তু কত বড় রুম? দেখলে রীতিমতো অবাক হতে হয়।

মাথা গোঁজার একটা ঠাঁই। ভিন শহরে বা ভিন দেশে গিয়ে সকলেই প্রথমে খোঁজ করে এই ছাদটির। আর এই নিরিখেই বিশ্বের বিভিন্ন প্রান্ত নতুন নতুন রেকর্ড গড়়ে চলেছে। সম্প্রতি দুবাইয়ের একটি রুমের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এক কামরার ঘর। সাধারণ কামরার থেকে আয়তনে সেই ঘর যথেষ্ট ছোট। সঙ্গে লাগোয়া একটি ব্যালকনি। কিন্তু স্থান অল্প হলেও দাম মোটেই অল্প নয়। ভারতীয় মুদ্রায় প্রতি মাসে তার ভাড়া ৬২ হাজার টাকা। নেটিজেনদের মন্তব্য, মুম্বইবাসীদের কাছেও এ যেন আকাশছোঁয়া।
আরও পড়ুন - ‘এ তো আমাদের সারা জীবনের সঞ্চয়!’ IIT পাশ ছেলের মাইনে শুনে হতবাক বাবা
6.88% Weekly Cashback on 2025 IPL Sports