বাংলা নিউজ > হাতে গরম > কনের বোনদের অশালীন ইঙ্গিত করলেন বরের বন্ধুরা! প্রতিবাদে বিয়ে ভাঙলেন তরুণী
কনের বাড়িতে গিয়ে অশালীন কাজ করে বসলেন বরের বন্ধুরা। কনের বোনদের দিকে অশালীন ইঙ্গিত করলেন বরের বন্ধুরা। ঘটনাটির প্রতিবাদে বিয়েই ভেঙে দিলেন তরুণী। যার জেরে পরিস্থিতি আরও অশান্ত হয়। রীতিমতো হাতাহাতিতে গড়িয়ে যায়। মারামারি, হাতাহাতি করার পর বাড়ি ফেরে বরযাত্রী।
আরও পড়ুন - ‘এ তো আমাদের সারা জীবনের সঞ্চয়!’ IIT পাশ ছেলের মাইনে শুনে হতবাক বাবা
সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি হরিদ্বারের। বরের বাড়ি মোরাদাবাদ ও কনের বাড়ি হরিদ্বার। মঙ্গলবার রাত ১০টা নাগাদ বর বিয়েবাড়িতে প্রবেশ করেন। তখনই বরের বন্ধুরা এই অশালীন কাজ করেন। কনের পরিবারের অভিযোগ, বরের কয়েক জন বন্ধু অশালীন মন্তব্য করেন। যার প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়।