নাগাড়ে একবছর ধরে নাবালিকাকে ধর্ষণের দায়ে গুজরাতের ভাবনগর জেলা থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনায় ফেরার অপরাধে ইন্ধন জোগানো নাবালিকার জন্মদাত্রী।রবিবার পুলিশ জানিয়েছে, ভাবনগরের পালিতানা তালুকের ভূতিয়া গ্রামের বাসিন্দা ১২ বছর বয়েসি কিশোরীকে একবছর ধরে লাগাতার ধর্ষণ করা হয়।তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘নিগৃহীতা কিশোরীর বাবা অভিযোগ দায়ের করে জানিয়েছিলেন যে, তাঁর মেয়েকে একবছর ধরে নিয়মিত ধর্ষণ করেছে তিন ব্যক্তি। নিগৃহীতাও জানিয়েছে, তার বাবাকে কিছু খাইয়ে বেহুঁশ করে দেওয়ার পরেই তার উপর যৌন নির্যাতন শুরু করত অভিযুক্তরা।’ঘটনায় গ্রেফতার করা হয়েছে শান্তি ধণ্ডুকিয়া (৪৬), বাবুভাই সারতানপারা (৪৩) ও চন্দ্রেশ সারতানপারাকে (৩২)। তাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ এবং পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ।