মহম্মদ আজহারউদ্দিন সহ তিন ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ যে তাঁরা এক ট্র্যাভেল এজেন্টের সঙ্গে প্রতারণা করেছেন ও সেই ব্যক্তির প্রাপ্য ২০ লক্ষ টাকা দেন নি। যদিও আজহার এই অভিযোগ পুরোপুরি খণ্ডণ করেছেন। অওরঙ্গাবাদে তাঁর বিরুদ্ধে এই কেস দায়ের করা হয়েছে। এটিকে মিথ্যে অভিযোগ বলে অভিহিত করে আজহার জানিয়েছেন যে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। আজহারের ব্যক্তিগত সহকারী মুজিব অওরঙ্গাবাদের নিবাসী। তিনি এই ট্র্যাভেল এজেন্ট সাদাবের বন্ধু। সাদাবের অভিযোগ যে মুজিব তাঁকে কিছু ফ্লাইটের টিকিট কাটতে বলেছিলেন, কিন্তু পরে প্রাপ্য অর্থ দেননি। সেই জন্যেই আইনি পথে গিয়েছেন সাদাব। আইপিসির ৪০৬,৪২০ ও ৩৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করেছে পুলিশ।