তরুণী সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে এক বিএসএফ কনস্টেবলকে গ্রেফতার করা হল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিয়ালদা - নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিএসএফ জওয়ান ওই ঘটনার সময় মদ্যপ ছিলেন। তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়স ২৯ বছর। তিনি কলকাতার তিলজলা এলাকার বাসিন্দা। তিনি ১২৩১৩ শিয়ালদা - নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসের বি/১০ নম্বর কোচে সওয়ার ছিলেন। ওই একই কোচে উঠেছিলেন অভিযুক্ত ব্যক্তি।অভিযোগ হল - চলন্ত ট্রেনেই ওই ব্যক্তি নিজের মোবাইল থেকে কাউকে একটা ভিডিয়ো কল করেন। তারপর সেই ভিডিয়ো কলের মাধ্যমেই ওই ব্যক্তি তরুণী সহযাত্রীর ভিডিয়ো অন্য প্রান্তে থাকা ব্যক্তিকে দেখান। প্রথমে তরুণী নিজেই এর প্রতিবাদ করেন। কিন্তু, অভিযুক্ত তাতে পাত্তা দেননি বলে অভিযোগ। এরপর ওই তরণী রেলওয়ের হেল্পলাইনে ফোন করে অভিযোগ জানান।পটনার রেল পুলিশের সুপার অমৃতেন্দু শেখর ঠাকুর জানান, এরপরই তরুণীর অভিযোগ অনুসারে পদক্ষেপ করা হয়। ওই কোচ থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং ট্রেন গয়া স্টেশনে পৌঁছলে তাঁকে সেখানেই নামিয়ে নেয় রেল পুলিশ।পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি একজন বিএসএফ কনস্টেবল। তাঁর নাম - প্রদীপ গোস্বামী। তিনি উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা। ছুটিতে বাড়ি এসেছিলেন। ছুটি শেষ হয়ে যাওয়ায় ফিরছিলেন ডিউটিতে। শনিবার ওই মদ্যপ বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে আবগারি আইনের ৩৭(সি) ধারায় মামলা রুজু করা হয়েছে।ে