মহারাষ্ট্রে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হল তিন বছরের শিশুকন্যা। রাজ্যে Covid-19 রোগের শিকার বেড়ে দাঁড়াল ৪০ জনে।সোমবার স্বাস্থ্য পরীক্ষায় Covid-19 পজিটিভ হিসেবে মহারাষ্ট্রে খোঁজ মিলল ৬ জনের। মুম্বই শহরের বাসিন্দাদের মধ্যে মুম্বইয়ের বাসিন্দা একজন, কল্যাণের ২ জন, নভি মুম্বইয়ের ২ জন এবং যবতমলের একজন অধিবাসী। কনিষ্ঠতম রোগী ওই শিশু কল্যাণের বাসিন্দা।জানা গিয়েছে, সম্প্রতি আমেরিকা থেকে ফিরে শিশুটির বাবার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। সোমবার ওই শিশুর সঙ্গে তার ৩৩ বছর বয়েসি মার শরীরেও এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তারা দু’জন কখনও বিদেশে যায়নি, তাই বোঝা যাচ্ছে যে মহিলার স্বামীর থেকেই পরিবারের বাকি সদস্যদের শরীরে সংক্রমণ ঘটেছে।Covid-19 সংক্রমণ রুখতে ইতিমধ্যে ৪৫ কোটি টাকা বরাদ্দ করেছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা এবং চিকিত্সা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ও পদক্ষেপ করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকদের।