৭ বৈশাখ, ভাঃ ১ বৈশাখ, ২১ এপ্রিল, ৭ বহাগ, সংবৎ ৮ বৈশাখ বদি, ২২ শওয়াল । সূর্য্যোদয় ঘ ৫।১৬, সূৰ্য্যাস্ত ঘ ৫।৫৭। সোমবার, অষ্টমী দিবা ঘ ১।৪৯ মিঃ। উত্তরাষাঢ়ানক্ষত্র দিবা ঘ ৮।৬ মিঃ। সাধ্যযোগ রাত্রি ঘ ৬।৫৪ মিঃ। কৌলবকরণ, দিবা ঘ ১।৪৯ গতে তৈতিলকরণ, রাত্রি ঘ ১।২৫ গতে গরকরণ।
জন্মে — মকররাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ নরগণ অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশোত্তরী রবির দশা, দিবা ঘ ৮/৬ গতে দেবগণ বিংশোত্তরী চন্দ্রের দশা। মৃতে—দ্বিপাদদোষ, দিবা ঘ ৮।৬ গতে দোষ নাই। যোগিনী—ঈশানে, দিবা ঘ ১।৪৯ গতে পূর্ব্বে। কালবেলাদি ঘ ৬।৫১ গতে ৮।২৬ মধ্যে ও ২।৪৭ গতে ৪। ২২ মধ্যে। কালরাত্রি ঘ ১০।১১ গতে ১১।৩৬ মধ্যে। যাত্রা—নাই, দিবা ঘ ৮।২৬ গতে যাত্রা শুভ পূর্ব্বে নিষেধ, দিবা ঘ ১০।১৩ গতে ঈশানে বায়ুকোণেও নিষেধ, দিবা ঘ ১।৪৯ গতে মাত্র পূর্ব্বে নিষেধ।
শুভকৰ্ম্ম— দিবা ঘ ৬।৫১ মধ্যে পুংরত্নধারণ বিক্রয়বাণিজ্য বিপণ্যারম্ভ গোবিক্রয়াদি, দিবা ঘ ৮।২৬ গতে ১।৪৯ মধ্যে নৌকাচালন নৌকাযাত্রা কুমারীনাসিকাবেধ বাহন ক্রয় ও বিক্রয় কমপিউটার নিৰ্ম্মাণ ও চালন, দিবা ঘ ১।৪৯ মধ্যে গাত্রহরিদ্রা অব্যুঢ়ান্ন নামকরণ দেবতাগঠন ক্রয়বাণিজ্য পুণ্যাহ শান্তিস্বস্ত্যয়ন বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছেদন ধান্যস্থাপন কারখানারম্ভ । বিবিধ— অষ্টমীর একোদ্দিষ্ট এবং নবমীর সপিণ্ডন। দিবা ঘ ১।৪৯ মধ্যে প্রায়শ্চিত্ত নিষেধ।
সতীসাধনী দিবস (অসম / ২১শে এপ্রিল) ।
অমৃতযোগ—দিবা ঘ ৬।৪৫ মধ্যে ও ১০।১৪ গতে ১২।৫১ মধ্যে এবং রাত্রি ঘ ৬।৫০ গতে ৯।০ মধ্যে ও ১১।১১ গতে ২।৫ মধ্যে। মাহেন্দ্রযোগ—দিবা ঘ ৩।২৮ গতে ৫।১৩ মধ্যে। রাশিফল— মেষ চিকিৎসা বিভ্রাট। বৃষ উৎকণ্ঠা। মিথুন মনস্তাপ। কর্কট মিথ্যাপবাদ। সিংহ রাজনৈতিক বিবাদ। কন্যা বিষণ্ণতা। তুলা কলানুশীলন। বৃশ্চিক পিতৃবিরোধ। ধনু হঠাৎ বিপদ। মকর জেদে ক্ষতি। কুম্ভ অপযশ। মীন আর্থিক চিন্তা। গ্রহস্কটের নক্ষত্র সংখ্যা-র১ চ২১ ম৮ বু২৬ বৃ৫ শু২৫ শ২৫ রা২৬ কে১২।
(সূর্য সিদ্ধান্ত মতে। ঋণস্বীকার: বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা)