আদর্শ স্বামীর স্বপ্ন বহু মেয়েই দেখেন। কিন্তু সেই স্বপ্নের সঙ্গে অনেক সময় বেশ কিছু শর্তও জুড়ে যায়। সম্প্রতি এক তরুণ জানান, তাঁকে এক তরুণী তেমনই কিছু শর্ত দিয়েছেন। নেট দুনিয়ায় ভাইরাল সেই পোস্ট। কী কী শর্ত?
আরও পড়ুন - Science News: প্রাণের সংকেতের জোরালো প্রমাণ মিলল এই গ্রহে! কী জানালেন কেমব্রিজের গবেষকরা
পোস্টে ওই তরুণ বলেছেন, তরুণী তাঁকে ডেটিংয়ের চেকলিস্ট দিয়েছেন। সেই মাফিক যে মেয়েটি তাঁর স্বামী হবে, তাঁকে প্রতি মাসে অন্তত ৩ লাখ ডলার আয় করতে হবে। স্ত্রী হিসেবে তিনিই যেন সবচেয়ে বেশি প্রাধান্য পান, সেটা নিশ্চিত করতে হবে। এছাড়াও পরিবার প্রিয় হওয়া থেকে স্বাস্থ্য সচেতন, আকর্ষণীয় ইত্যাদিও হতে হবে বলে জানান। পোস্টটির সঙ্গে একটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন ওই তরুণ। যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। তরুণীর দাবিদাওয়া দেখে তাঁরা বেশ চমকে উঠেছেন। পাশাপাশি অনেকের মন্তব্য এসব নিতান্তই হুজুগে, অবাস্তব।