Murshidabad Latest:মুর্শিদাবাদ ঘিরে ভুয়ো ছবি সোশ্যাল মিডিয়ায়? নয়া পোস্ট পুলিশের,ভাগীরথী পার করে অনেকেই পৌঁছচ্ছেন মালদায়?
1 মিনিটে পড়ুন Updated: 13 Apr 2025, 11:38 PM ISTমুুর্শিদাবাদের ঘটনার ছবি ঘিরে রাজ্যপুলিশের নয়া পোস্টে কী তুলে ধরা হল?
মুুর্শিদাবাদের ঘটনার ছবি ঘিরে রাজ্যপুলিশের নয়া পোস্টে কী তুলে ধরা হল?
মুর্শিদাবাদ ঘিরে ইতিমধ্যেই সমাজমাধ্যমে একাধিক ছবি ঘুরপাক খাচ্ছে। তৃণমূলের তরফে এই নিয়ে আগেই বিজেপির দিকে তোপ দাগা হয়েছে। সদ্য রাজ্য বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে এক পোস্টে থাকা ছবি নিয়ে তৃণমূল সরব হয়েছিল। আর রাজ্যপুলিশের তরফে ওই পোস্ট তুলে ধরে, পোস্টে থাকা টুকরো ছবির আসল ঘটনাস্থল তুলে ধরা হয়। এদিকে, এই পরিস্থিতির মাঝেই রবিবার সন্ধ্যার পর থেকে মুর্শিদাবাদ ঘিরে কোনও অপ্রতীকর পরিস্থিতির খবর আসেনি। এদিকে, সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বহু মানুষ প্রাণের ভয়ে মুর্শিদাবাদের নানান জায়গা থেকে ভাগীরথী নদী পার করে পৌঁছচ্ছেন মালদায়।
পুলিশ কী জানাল?
সদ্য রাজ্য পুলিশের তরফে এক এক্স পোস্টে রাজ্য বিজেপির তরফে পোস্ট করা ওই টুকরো ছবির কোলাজের পোস্টটি পেশ করে, সেই ছবিগুলোর আসল জায়গা তুলে ধরা হয়। রাজ্য বিজেপির ওই পোস্টে দাবি করা হয়েছিল, বিভিন্ন ধর্মীয় উৎসবের সময়ের ছবি সেগুলি। তবে রাজ্য পুলিশ তাদের পোস্টে সেই ছবিগুলির আসল ঘটনাস্থল প্রকাশ করে। শুধু ঘটনাস্থলই নয়, পুলিশ জানিয়ে দেয় ঘটনার প্রেক্ষাপটও।