Sanjay Roy Polygraph Test: তরুণী চিকিৎসক ততক্ষণে… ! পলিগ্রাফ টেস্টে ঠিক কী কী বলেছেন সঞ্জয় রায়? উঠে এল রিপোর্ট
Updated: 26 Aug 2024, 09:50 AM IST Sritama Mitra 26 Aug 2024 Sanjay Roy, rg kar case, Sanjay Roy polygraph test, cbi, investigation, সঞ্জয় রায়, সিবিআই, তদন্ত, আর জি কর মামলাসদ্য হয়েছে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। কী কী বলেছে... more
সদ্য হয়েছে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। কী কী বলেছেন তিনি? উঠছে বহু তথ্য।
মিডিয়া রিপোর্টের দাবি, লাই ডিটেক্টর টেস্টে সঞ্জয় রায় বলে, ঘটনাস্থলে ওই তরুণীকে মৃত অবস্থায় দেখে তিনি ঘটনাস্থল থেকে ভয়ে পালিয়ে যান। এর আগে, যখন কলকাতা পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে, তখন তিনি ধর্ষণ ও খুনের অভিযোগ স্বীকার করেছিল বলে জানা গিয়েছিল। এরপর সঞ্জয় সদ্য দাবি করেন, যে তিনি নির্দোষ। তারপরই এই টেস্ট হয় সঞ্জয়ের। এদিক, মিডিয়া রিপোর্ট বলছে, জেলে থাকা গার্ডদের সঞ্জয় বলেছে, সে এই ধর্ষণ ও খুনের বিষয়ে কিছু জানতেন না। গত সপ্তাহে, একই দাবি সঞ্জয় শিয়ালদায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে করেন বলেও খবর।
পরবর্তী ফটো গ্যালারি