নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মিটিং। ২০২৬ এর বিধানসভা ভোটের আগে এই মিটিংয়ের দিকে তাকিয়ে আছেন অনেকেই। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বেলা ১১টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে এই মিটিং। এই মিটিংয়ে বাংলার মুখ্য়মন্ত্রী কী বলেন সেদিকে তাকিয়ে আছেন অনেকেই। মূলত তিনি দলকে কী নির্দেশ দেন সেদিকে স্বাভাবিকভাবেই দলের সমস্ত স্তরের নেতা কর্মীদের নজর রয়েছে।
তবে তার আগেই রাজ্য তৃণমূলের তরফে জেলায় জেলায় একটি বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেই চিঠিতে লেখা হয়েছে, নিম্নোক্ত বর্গের কর্মীদের এই সভায় যোগদানের জন্য় বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
১) সাংসদ ও বিধায়কগণ
২) রাজ্য পদাধিকারী
৩) জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানগণ ও জেলা শাখা সংগঠন সভাপতি( যুব, মহিলা, আইএনটিটিইউসি)
৪) জেলা পরিষদ সদস্যগণ
৫)কর্পোরেশন ও মিউনিসিপ্যালিটির মেয়র, ডেপুটি মেয়র ও চেয়ারম্যান ও কাউন্সিলরগণ
৬) ব্লক সভাপতি( মাদার, যুব, মহিলা, আইএনটিটিইউসি)
৭) অঞ্চল সভাপতি( মাদার)
৮) পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান
৯) পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতি
১০) শাখা সংগঠনের রাজ্য সভাপতি।
এই সমস্ত পদাধিকারীরা নেত্রীর মিটিংয়ে উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে রাজ্য তৃণমূলের পাঠানো চিঠিতে।সেই সঙ্গেই চিঠিতে লেখা হয়েছে, জেলা সভাপতিদের বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তারা যেন নিজেদের জেলার ডেলিগেট লিস্ট তৈরি করে নাম, পদ, ফোন নম্বর সহ ২৫শে ফেব্রুয়ারির মধ্য়ে জয়প্রকাশ মজুমদার (রাজ্য সহ সভাপতির) কাছে পাঠিয়ে দেন। সেই সঙ্গেই কোন হোয়াটস অ্যাপ নম্বরে পাঠাতে হবে সেটাও জানানো হয়েছে।