Kolkata Building Collapse: কবে তৈরি হয়েছিল বাঘাযতীনে হেলা পড়া বেআইনি বহুতল? উপগ্রহ চিত্রে মুখ পুড়ল TMCর Updated: 15 Jan 2025, 10:23 PM IST Pinaki Bhattacharyya মিতালি দেবীর দাবি ২০১০ সালে তিনি কাউন্সিলর হওয়ার আগে ওই বেআইনি ভবনের নির্মাণকাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। যদিও তা মানতে নারাজ দেবাশিসবাবু। তাঁর দাবি ২০১২ সালে তৈরি হয়েছে বহুতলটি। ২০১৪ সালে সেখানে লোকজন বসবাস শুরু করে।