‘ফেলুদা’ আর নেই, বিদায় জানালেন ‘অপু’— সারা বিশ্বে সমাদৃত কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে টুইটারে এ কথা লিখেই সমবেদনা জানালেন শোকস্তদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর মৃত্যুসংবাদ পেয়ে বেলভিউ হাসপাতালে পৌঁছে সৌমিত্র–কন্যা পৌলমী বসুর সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিনের অন্তিমযাত্রা কীভাবে হবে তা ঠিক করেন দু’জনে মিলে। মমতা বলেন, ‘রাজ্য সরকারের তরফে গান স্যালুটি দিয়ে সম্মান জানানো হবে সৌমিত্রদাকে।’শোকার্ত মমতা এদিন বলছিলেন, ‘আমার সঙ্গে সৌমিত্রদার শেষ কথা হয়েছিল যখন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় আমি মেদিনীপুরে ছিলাম। তবে তাঁর গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছিলাম তিনি কতটা শক্তিশালী। অনেকটাই স্বাভাবিক বলে মনে হয়েছিল তখন। ওঁর কিন্তু কোভিড সেরে গিয়েছিল। কিন্তু অন্য অনেক শারীরিক সমস্যা ছিল। প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু আমরা তাঁকে ধরে রাখতে পারলাম না।’চলচ্চিত্র জগতের এক মহীরূহকে হারিয়েছে সারা পৃথিবী— এ কথা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘শুধু সিনেমা, নাটক, নাট্য নির্দেশনা, নাটক, কবিতা নয়, গণ আন্দোলন ও মানবিক আন্দোলনেও সব সময় পাশে দাঁড়িয়েছেন সৌমিত্রদা।’ মমতার কথায়, ‘যে জায়গায় সৌমিত্রদা পৌঁছে ছিলেন তার জন্য অনেক অধ্যবসায় দরকার। অনেক সংগ্রাম করেছিলেন তিনি। আমরা আজ এক ইতিহাসকে হারালাম। মানুষ চলে যায় তাঁর ইতিহাস পড়ে থাকে।’শোকে বিহ্বল রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘সৌমিত্রদা হয়তো পার্থিব ভাবে চলে গিয়েছেন কিন্তু তাঁর কাজ রয়ে যাবে। তিনি আমাদের যা দিয়ে গিয়েছেন তার বদলে আমরা তাঁকে কিছুই দিতে পারব না। সৌমিত্রদার বিকল্প সৌমিত্রদা নিজেই।’ প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতি মমতা বলেন, ‘সৌমিত্রদা আপনি যেখানেই থাকুন, ভাল থাকুন, শান্তিতে থাকুন। আর আবার ফিরে আসুন এই বাংলার মাটিতে। আমরা অপেক্ষা করব।’ এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসুর ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি প্রথম দিন থেকে লক্ষ্য রাখছি যে পৌলমী সকাল, বিকেল, সন্ধে, রাত্রিবেলা—সব সময় এই কোভিডের দিনগুলিতেও বাবার পাশে থেকেছে। কখনও একটা দিন এমন যায়নি যে ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখেনি। কয়েকদিন আগে দুর্ঘটনার শিকার হয়েছে ওর ছেলে। পৌলমী নিজেই বাবা, ছেলে— দু’দিকেই সামাল দিয়েছে।’এদিকে, টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জীবন্ত কিংবদন্তী ছিলেনি সৌমিত্র চট্টোপাধ্যায়। আন্তর্জাতিক, ভারতীয় ও বাংলা সিনেমা এক মহীরূহকে হারাল আজ। তাঁর অভাব কোনওদিনও পূরণ হবে না। বিশ্ব সিনেমা আজ অনাথ হয়ে গেল। ফ্রান্সের লিজিয়ন অফ অনার, দাদাসাহেব ফালকে পুরস্কার, বঙ্গ বিভূষণ, পদ্ম ভূষণ ছাড়াও একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।’ সৌমিত্রবাবুর পরিবার, পরিজন ও সকলকে এদিন সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।