বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Forward Block: নেতাজির দল ভেঙে দু'ভাগ, বামফ্রন্টে যোগ দিতে চেয়ে নতুন দলের চিঠি
পরবর্তী খবর
Forward Block: নেতাজির দল ভেঙে দু'ভাগ, বামফ্রন্টে যোগ দিতে চেয়ে নতুন দলের চিঠি
1 মিনিটে পড়ুন Updated: 15 Dec 2023, 06:53 PM ISTChiranjib Paul
গত বছরের শেষের দিকে রাজ্য নেতৃত্বের উপর ক্ষোভ প্রকাশ করে দল ছাড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সইরানি। পরে তিনি কংগ্রেসে যোগ দেন। তাঁর ভাইপো তথা প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজও আগেই কংগ্রেসে যোগ দেন।
ভাঙল ফরওয়ার্ড ব্লক ছবি সৌজন্য–এএনআই।
নেতাদের একাংশের বিদ্রোহে ইঙ্গিত আগেই ছিল। সেই বিদ্রোহের জেরে ভেঙেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর তৈরি ফরওয়ার্ড ব্লক। নতুন দলের নাম পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক। মার্চ মাসেই নতুন দলের প্রস্তুতি কমিটি তৈরি হয়। বামফ্রন্টে যোগ দেওয়ার জন্য চেয়ারম্যানকে চিঠি দিয়েছে নতুন দলের নেতৃত্ব।
মূলত পাতাকা পরিবর্তনকে কেন্দ্র করেই এই ভাঙন বলে জানা গিয়েছে। যে পরিবর্তন নিয়ে বেশ কিছুদিন ধরেই দ্বন্দ্ব চলছিল দলের মধ্যে। ফরওয়ার্ড ব্লকের পতাকায় লম্ফমান বাঘের সঙ্গে ছিল কাস্তে হাতুড়ি তারাও। কিন্তু সম্প্রতি পতাকা থেকে কাস্তে হাতুড়ি তারা সরিয়ে দেওয়া হয়। তা নিয়েই বিরোধ বাঁধে দলের নেতৃত্বের মধ্যে। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রাজ্য নেতাদের একাংশ।
এছাড়া নতুন দলের নেতাদের অভিযোগ ছিল, বর্তমান ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব কমিউনিস্ট বিরোধী এবং শাসকদল তৃণমূলের ঘনিষ্ট। তাদের আরও অভিযোগ ছিল, দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল অনেকের। তলে তলে নেতৃত্বে একাংশ নতুন দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল।
নতুন দলের রাজ্য প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুব্রত কুমার দে চিঠি দিয়েছেন বিমান বসুকে। চিঠিতে তিনি লিখেছেন, রাজ্যে ক্ষমতাসীন চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও দিল্লিতে ক্ষমতাসীন সাম্প্রদায়িক বিজেপির জনবিরোধী সর্বনাশা কার্যকলাপকে প্রতিরোধ করতে বামফ্রন্ট তথা বামপন্থী আন্দোলনের শরিক হতে চায় পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক। তারা বামফ্রন্টের সঙ্গে ঐক্যবন্ধ হয়ে কাজ করতে চায়।