আজ, বৃহস্পতিবার সন্দেশখালি সফরে যাওয়ার পরিকল্পনা বাতলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে রাজ্যের প্রত্যেকটি বড় শহরে বিগবাজার তৈরি করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। সেখানে বাধ্যতামূলকভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য দুটি তলা রাখতে হবে বলে আজ নবান্ন থেকে জানিয়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আজ মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবার আলিপুর চিড়িয়াখানার বিপরীতে খুলতে চলেছে বিগ বাজার। তাতে বিশেষভাবে উপকৃত হবে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।
এদিকে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বিগ বাজারের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগ বাজার গড়ে তোলার জন্য রাজ্য সরকার জমি দেবে বলেও আজ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাজ্যের সব বড় শহরে এক একর করে জমি বিনামূল্যে দেওয়া হবে বিগ বাজার করার জন্য। যার দুটো তলায় সেল্ফ হেল্প গ্রুপের জন্য রাখতেই হবে। বাকিটা দোকান, কমিউনিটি হল, সিনেমা হল থাকবে। এটা টেন্ডার করে দেওয়া হবে। আলিপুর চিড়িয়াখানার উলটো দিকে একটা জায়গা আছে। যেখানে একটা অ্যাকোয়ারিয়াম আছে। ওই অ্যাকোয়ারিয়ামের পাশে বিগ বাজার করা হবে। ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে। অর্ধেক দেওয়া হবে লেদার হাবের জন্য। আর বাকিটা দেওয়া হবে বাংলার শাড়ি বিপণনের জন্য।’
আরও পড়ুন: বর্ষশেষে সন্দেশখালি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, একগুচ্ছ কর্মসূচি নিয়ে পা রাখবেন একদা হটস্পটে
অন্যদিকে এই খবর প্রকাশ্যে আসার পরই শিল্পপতিরা উৎসাহিত হয়েছেন। অনেকেই এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায় আসতে চান। সেখানে যদি জমিটাই বিনামূল্যে মেলে তাহলে বাকিটা করা খুব সহজ হয়ে যায়। তাই মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘এই জন্য রাজ্য সরকারকে আলাদা করে কোনও জমি নিতে হবে না। শিল্পের জন্য রাজ্য সরকারের নিজস্ব ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে। সেখান থেকেই এই বিগ বাজার তৈরির জমি দেওয়া হবে। রাজ্যের সব বড় শহরে এক একর করে জমি বিনামূল্যে বিগ বাজার করার জন্য দেওয়া হবে। জমি আমাদের তৈরি হয়ে রয়েছে।’