মোট বাজেটের অঙ্ক - ৩২১,০৩০ কোটি টাকা।সামাজিক প্রকল্পে বরাদ্দ বেড়েছে ১০.৭ গুণ। লক্ষীর ভাণ্ডার প্রকল্পে ১০,৭৬৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষাশ্রী প্রকল্পে ১১৫ কোটি টাকা, রুপশ্রী প্রকল্পে ৭৫০ কোটি টাকা, যুবশ্রী ১৮০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।বিধবা পেনশন খাতে বরাদ্দ বেড়েছে। আগামী অর্থবর্ষে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।উচ্চশিক্ষায় ৫ ৮১১.১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।কৃষি ও কৃষি সহায়ক পরিষেবা খাতে ৩৩.২ গুণ বরাদ্দ বেড়েছে। কৃষক বন্ধু প্রকল্পে ৪,৯৯৩.৬৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।ফ্ল্যাট-বাড়ি কেনাবেচার স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নয়া নিয়ম কার্যকর হবে। সার্কেল রেটে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।স্বাস্থ্যসাথীতে ২,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।জলস্বপ্ন প্রকল্পে ২,২২১ কোটি টাকা টাকা বরাদ্দ করা হয়েছে।ঐক্যশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে ৯৫৬ কোটি টাকা।রাজ্যের দাবি, রাজস্ব আদায় ৩.৭৬ গুণ বেড়েছে। এবারের বাজেটে সার্বিকভাবে আট গুণ বেড়েছে বরাদ্দ।