ঠিক যেভাবে একটা সময় হোমস্টেকে আর্থিকভাবে সহায়তা করার জন্য় সবরকম উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার, ঠিক সেভাবেই এবার রাজ্য সরকার চাইছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পাশে দাঁড়াতে। তিস্তা কিংবা রঙ্গিতের বুকে ভেসে বেড়ানোর টানে যাতে আরও পর্যটক আসেন সেটাও চাইছে রাজ্য সরকার।
Ad
অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নয়া পলিসি আনতে চাইছে রাজ্য সরকার। প্রতীকী ছবি (ANI Photo)
উত্তাল পাহাড়ি নদীতে নৌকা চালানো, কিংবা মাউন্টেন বাইকিং অথবা প্যারাগ্লাইডিং। দার্জিলিং এখন শুধু আমবাঙালির কাছে প্রিয়জনের হাত ধরে ঘুরু ঘুরু নয়। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের ঠিকানা এখন দার্জিলিং। তিস্তা ও রঙ্গিত নদীকে কেন্দ্র করে একাধিক অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সুযোগ বাড়ছে। তবে এবার এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে কেন্দ্র করে যাতে স্থানীয় যুবক যুবতীদের আর্থিক সুবিধা হয়, কর্মসংস্থানের বিকল্প রাস্তা বের হয় সেব্যাপারে নজর দিচ্ছে রাজ্য সরকার। আর সেই নিরিখে এবার তৈরি হচ্ছে রাজ্যের নয়া অ্য়াডভেঞ্জার ট্যুরিজম পলিসি।
তবে শুধু পাহাড়েই নয়, দিঘা, মন্দারমণি, পুরুলিয়াতেও এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সুযোগ রয়েছে। পর্যটনের সঙ্গে যুক্ত অনেকেই এনিয়ে নতুন আশায় বুক বাঁধতে শুরু করেছেন। ঠিক যেভাবে একটা সময় হোমস্টেকে আর্থিকভাবে সহায়তা করার জন্য় সবরকম উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার, ঠিক সেভাবেই এবার রাজ্য সরকার চাইছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পাশে দাঁড়াতে। তিস্তা কিংবা রঙ্গিতের বুকে ভেসে বেড়ানোর টানে যাতে আরও পর্যটক আসেন সেটাও চাইছে রাজ্য সরকার।