একসময় তোলাবাজির সঙ্গে যুক্ত ছিলেন। সেই প্রোমোটারের কাছ থেকেই হাফ লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল একটি ক্লাবের বিরুদ্ধে। ঘটনাটি বেহালার। যীশু জৈন নামে ওই প্রোমোটারকে স্থানীয় একটি ক্লাবের সদস্যরা তোলা চেয়ে হুমকি দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে পর্ণশ্রী থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। যদিও তোলাবাজির অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন ক্লাবের সদস্যরা।
আরও পড়ুন: 'জীবনের কোনও দাম নেই দাদা!' ডি বাপি বিরিয়ানির মালিককে ২০ লাখ তোলা চেয়ে ফোন
জানা গিয়েছে, আগে নিজেও তোলাবাজির কাজের সঙ্গে যুক্ত ছিলেন যীশু। সেই সময় স্থানীয়দের কাছ থেকে ‘তোলাবাজ’ তকমা পেয়েছিলেন তিনি। শুধু তাই নয়, কোনও কাজ করতে গেলে নাকি তাকে ধরতে হতো, টাকা দিতে হতো। তবে এখন তিনি তোলাবাজির সঙ্গে আর যুক্ত নন। বর্তমানে প্রোমোটারির সঙ্গে যুক্ত রয়েছেন যীশু। অভিযোগ, সোমবার স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য তার কাছে যায়। তারা ৫০ হাজার টাকা তোলা দাবি করে। তবে এত পরিমাণ টাকা দিতে অস্বীকার করেন যীশু। ক্লাবের সদস্যের তিনি জানিয়ে দেন, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়, তার পরিবর্তে তিনি অর্ধেক টাকা দেবেন।অভিযোগ তারপরেও ক্লাবের সদস্য জয়দীপ সরকার তাকে ফোন করে বলে টাকা দিতে হবে হুমকি দেন।