
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শহর এবং শহরতলিতে গজিয়ে উঠেছে একাধিক মোটর ট্রেনিং স্কুল। কিন্তু সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে বেরিয়ে পথ দুর্ঘটনা ঘটিয়ে ফেলছেন তাঁরা বলে অভিযোগ। শুধু তাই নয়, ট্রাফিক নিয়ম অনেক সময় মানছেন না তাঁরা বলেও অভিযোগ। তার জেরে পথ দুর্ঘটনা ঘটছে। এই পথ দুর্ঘটনা একেবারে রুখে দিতে হবে। তাই ভাল চালক তৈরি করা প্রয়োজন বলে মনে করে রাজ্য সরকার। প্রত্যেক বছর সারা দেশে যত পথ দুর্ঘটনা ঘটে, তার প্রায় ৮২ শতাংশই হয় চালকের ভুল গাড়ি চালানোর জেরেই। ট্রেনের চালক বা প্লেনের পাইলট গড়ে তোলার জন্য পৃথক প্রশিক্ষণ কেন্দ্র থাকে। এবার বাস, লরি, প্রাইভেট গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এই ড্রাইভিং ট্রেনিং সেন্টার এবার গড়ে তুলছে রাজ্য সরকার। সেখানে বাংলার ছেলে মেয়েরা প্রশিক্ষণ নিতে পারবেন প্রাইভেট গাড়ি চালানোর জন্য। আবার বাস, লরির প্রশিক্ষণ নিয়ে রাজপথে নামতে পারবেন। তাই বেহালা ফ্লাইং ক্লাবের কাছে অত্যাধুনিক মানের ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তুলছে রাজ্য সরকার। যেখানে প্রশিক্ষিত চালক গড়ে উঠবে। পরিবহণ দফতর সূত্রে খবর, বেহালায় প্রস্তাবিত রিজিওনাল ড্রাইভার ট্রেনিং সেন্টার গড়ে তোলার কাজ খতিয়ে দেখছেন রাজ্য পরিবহণ দফতরের অধিকর্তা ইখলাখ ইসলাম।
আরও পড়ুন: কৃষিকাজে সাফল্যের জেরে রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন সুন্দরবনের বর্ণালী, স্বনির্ভর বহু গৃহবধূ
এখানে রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তির সাহায্যে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। সঙ্গে থাকবে ভিডিয়ো রেকর্ডিংয়ের ব্যবস্থা। থিওরি ও প্র্যাকটিক্যাল দু’রকম পরীক্ষা দিতে হবে। তার জন্য দেওয়া হবে উপযুক্ত প্রশিক্ষণ। ড্রাইভিং প্রশিক্ষণ নিতে এলে প্রয়োজনে হস্টেলের সুবিধাও মিলবে। পরিবহণ দফতর সূত্রে খবর, উপযুক্ত চালক গড়ে তুলতে সব ধরণের জ্ঞান দেওয়া হবে। তার জন্য নতুন সিলেবাস তৈরি করা হচ্ছে। যেখানে থাকছে, বিহেভিয়েরাল প্র্যাক্টিসেস এবং স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিফেন্সিভ ড্রাইভিং টেকনিক্স, ইমার্জেন্সি হ্যান্ডলিং টেকনিক, কার মেনটেন্যান্স ও জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ এবং কেস স্টাডির মাধ্যমে কেন পথ দুর্ঘটনা ঘটে সেটা ভাল করে উপলব্ধি করা।
নবান্ন সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনেই বেহালায় আধুনিক ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তোলা হচ্ছে। এখানে যাঁরা প্রশিক্ষণ দেবেন দক্ষ চালকরা। এখান থেকে ড্রাইভিং শিখে সরাসরি লাইসেন্স পেয়ে যাবেন চালকরা। মোটর ভেহিকেলসের আধিকারিকের সামনে পরীক্ষা হবে। তারপরই মিলবে লাইসেন্স। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা রয়েছে দেশজুড়ে মডেল ড্রাইভার ট্রেনিং সেন্টার গড়ে তোলা। যেখান থেকে প্রশিক্ষণ এবং লাইসেন্স মিলবে। তিনটি স্তরে ড্রাইভিং ট্রেনিং সেন্টার তৈরি হবে। প্রথম– মডেল ড্রাইভার ট্রেনিং ইনস্টিটিউট। যা তৈরি হবে ১৫ একর জমি নিয়ে। দ্বিতীয়– রিজিওনাল ড্রাইভার ট্রেনিং সেন্টার। যা গড়ে উঠবে তিন একর জমির উপর। তৃতীয়, প্রত্যেকটি জেলা সদরে একটি করে ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে উঠবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports