মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিকল্প মুখ বিজেপির কাছে নেই বলেই প্রত্যেক নির্বাচনেই পরাজয়ের সম্মুখীন হতে হয়। এটা বিজেপির অন্দরের কথা। আর মহিলা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন গড়ে তুলতে পেরেছেন বারবার সেটা বিজেপি করতে পারেনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করে। তাই তেমন বিকল্প মহিলা মুখ নিয়ে আসতে না পারলে মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। তাই এবার মহিলা মুখকে সামনে রেখেই আগামী দিন সমস্ত নির্বাচনে লড়তে চলেছে বিজেপি বলে সূত্রের খবর। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের অন্দরে প্রাথমিক আলোচনা থেকে তেমন ইঙ্গিতই মিলেছে।
এবারের লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে কাঁটাছেঁড়ায় বসে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেখানে দেখা যায় বাংলার মহিলা ভোটব্যাঙ্ক প্রায় পুরোটাই গিয়েছে তৃণমূল কংগ্রেসের ভোটবাক্সে। সেখানে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাশাপাশি ১০০ দিনের কাজের টাকা যা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল সেটা দিয়েছে রাজ্য সরকার। এই ১০০ দিনের কাজে শুধু পুরুষরা কাজ করেন না। এখানে মহিলারাও বড় সংখ্যায় কাজ করেন। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী। সুতরাং এই তিনটি ফ্যাক্টর বিজেপিকে জোর ধাক্কা দিয়েছে। এটা বুঝতে পেরেই এবার মহিলা মুখকেই সামনে আনতে চাযইছে বঙ্গ বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ায় এই পদে বদল আসবে। তাই এই পদে কোনও লড়াকু মহিলা মুখকে সামনে নিয়ে আসার ভাবনাচিন্তা চলছে।
আরও পড়ুন: সোনারপুরে বিজেপি কর্মী ও পরিবারকে কোপানোর অভিযোগ, রক্তাক্ত ঘটনার নেপথ্যে কী?
এখন প্রশ্ন উঠছে, কে হবেন সেই মহিলা? সূত্রের খবর, রাজ্য সভাপতির দৌড়ে আছেন রাজ্যের দুই সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পাল। দু’জনেই আগে মহিলা মোর্চা সামলেছেন। তবে উঠে এসেছে শ্রীরূপা মিত্র চৌধুরীর নামও। এমনকী দেবশ্রী চৌধুরীও তালিকায় আছেন। এখানে প্রত্যেকের বিষয়ে নানা মাপকাঠি দেখা হচ্ছে। কিন্তু এসবের মধ্যে আরও একটা প্রশ্নের জন্ম হয়েছে। সেটি হল—এদের মধ্যে যদি কেউ বঙ্গ–বিজেপির মুখ হন, তাহলে তাঁরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হতে পারবেন? বিজেপি সূত্রে খবর, মালতী রাভা রায়ের নামও উঠে আসছে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ আন্দোলনের ইতিহাস আছে। সিপিএমের মতো এত বড় রেজিমেন্টেড পার্টিকে উৎখাত করেছেন একার ক্যারিশ্মায়।
এছাড়া দেশে নরেন্দ্র মোদীর সরকার ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের বিল পাশ করলেও বাংলায় লোকসভা নির্বাচনে কেন আরও বেশি সংখ্যায় মহিলা মুখকে প্রার্থী করা হল না, তা নিয়ে প্রশ্ন আছে। তাই রাজ্য বিজেপিতে এখন মহিলা মুখের সন্ধান চলছে। এখন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব বঙ্গ–বিজেপির সভাপতি হিসেবে প্রথম পছন্দ কোনও মহিলা মুখ। তবে সেই মুখ বাছাই করার ক্ষেত্রে কয়েকটি মাপকাঠি রাখছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেগুলি অবশ্য সামনে আসেনি। এই বিষয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘আমাদের দলে নিশ্চয়ই মহিলাদের প্রতিষ্ঠা, গুরুত্ব, সম্মান আছে। কিন্তু বিজেপি লিঙ্গনির্ভর রাজনীতি করে না। আমাদের কাছে নেতা নয়, নীতির লড়াই। কে রাজ্য সভাপতি হবেন, সেটা দলের সিদ্ধান্ত। আর সেটাই চূড়ান্ত।’