রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মদিনে মাল্যদান অনুষ্ঠানে দেখা গেল না কোনও বিজেপি বিধায়ককে। এ নিয়ে ক্ষোভ দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ১০২ তম জন্মদিনে শুধুমাত্র তৃণমূল বিধায়করাই উপস্থিত ছিলেন। তবে বিজেপির বিধায়কদের দেখতে না পেয়ে নিন্দা করেন স্পিকার। যদিও বিজেপির দাবি তারা আলাদাভাবে মাল্যদান করেছেন। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এছাড়াও বিধানসভায় কংগ্রেস এবং সিপিএমের প্রতিনিধি না থাকায় আক্ষেপ করেন বিমান বন্দ্যোপাধ্যায়।আজ বৃহস্পতিবার সকালে সিদ্ধার্থশঙ্কর রায়ের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করার পর বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিনে কোনও বিরোধীদল এরকম করেনি। বিধানসভায় বাম কংগ্রেসের প্রতিনিধি নেই। মানুষ তাদের ওপর ভরসা রাখতে পারেনি। তাদের প্রতিনিধিত্ব থাকলে ভালো হত।’ এরপরে গত বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত বিধানসভা ভোট হয়েছিল শান্তিপূর্ণ এবং সুস্থ পরিস্থিতিতে। তারপরও বাম কংগ্রেসের কোনও প্রতিনিধি বিধানসভায় আসতে পারেনি।এদিন বিজেপির সমালোচনা করলেও নাম না করে বাম কংগ্রেসের প্রশংসা করেছেন স্পিকার। তিনি বলেন, ‘আগে যারা বিরোধী ছিল তাদের সঙ্গে হয়তো আমার মতপার্থক্য হয়েছে। তবে শ্রদ্ধা ও সম্মান জানানোর অনুষ্ঠানে তারা অসহযোগিতা করেনি।’ যদি এ প্রসঙ্গে পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, ‘আমার আলাদাভাবে মাল্যদান করেছ। স্পিকারের সঙ্গে মাল্যদান করিনি। বৈষম্য যেদিন থাকবে না সেদিন এক মঞ্চে শ্রদ্ধা জানানো সম্ভব হবে।’ অন্যদিকে, বামেরা জানাচ্ছে, তারা কোনওদিনই সিদ্ধার্থশঙ্করের জন্মদিন পালন করেনি।