সুস্থ আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে আজ (রবিবার) সকাল ১০ টা নাগাদ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্টকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আপাতত তাঁকে বাড়িতে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।কলকাতার বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, দ্বিতীয় দফায় স্টেন্ট বসানোর পর থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন সৌরভ। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ভালো মেজাজেও আছেন। শনিবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কথা বলেছেন। বোর্ডের কাজকর্মও করিয়েছেন। আরও এক দফায় রুটিন পরীক্ষার পর আজ সকাল ১০ টা নাগাদ তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে যাবতীয় নথি সংক্রান্ত কাজের ফলে সেই সময়টা ঘণ্টাখানেক পিছিয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতে বিশ্রামে থাকবেন সৌরভ। তাঁকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। বাড়িতে কড়া নিয়ম মেনে চলতে হবে। নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে। বছরখানেক খেতে হবে কড়া ডোজের ওষুধ। সঙ্গে কোনওরকম শারীরিক অস্বস্তি এড়িয়ে না যাওয়া এবং নিয়মিত শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।চলতি বছরের গোড়ার দিকে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তিনটি হৃদধমনীতে ব্লকেজ পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়েছিল। কয়েকদিন পর সৌরভ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু বুধবার আবারও বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। আরও দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেয় মেডিক্যাল টিম। সেইমতো বৃহস্পতিবার দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে প্রায় ঘণ্টা দেড়েক ধরে অ্যাঞ্জিওপ্লাস্টি হয় সৌরভের। তারপর থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন সৌরভ।