সিভিক ভলান্টিয়ার নিয়ে ভুরি ভুরি অভিযোগ। তবে এবার একটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি এক যুবককে সিভিক ভলান্টিয়ার বলে চিহ্নিত করেছেন। শুভেন্দুর দাবি তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করছেন এক সিভিক ভলান্টিয়ার। তবে এই ছবির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
শুভেন্দু সম্প্রতি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়( বর্তমানে অবসরপ্রাপ্ত) বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র আরজি কর কেসের শুনানির সময় সিভিক ভলান্টিয়ার নিয়ে একটি বিশেষ বক্তব্যের কথা উল্লেখ করেন। এরপর বিচারপতিরা সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ, তাদের অ্য়াপয়েন্টমেন্ট প্রসেস সম্পর্কে হলফনামা জমা দিতে বলেছিল।
শুভেন্দু লিখেছেন, বৃহস্পতিবার যে হলফনামা সরকার জমা দিয়েছে সেখানে প্রশাসনিক নির্দেশের কথা উল্লেখ করেছে সরকার। সেখানে বলা হয়েছিল স্থানীয় থানা এলাকার বাসিন্দাদেরই সিভিক ভলান্টিয়ার হিসাবে নিয়োগ করা হয়। এর জেরে তারা এলাকাটিকে চেনেন ভালো করে। তারা পুলিশকে সহায়তা করতে পারবে। আর হোম ডিপার্টমেন্ট তাদের সাম্মানিক প্রদান করে।
রাজ্য সরকার হলফনামায় যা জানিয়েছেন, যা কৌশলগতভাবে লুকিয়ে গিয়েছে এটা উঠে আসছে যে আসল সত্যটা হল যাচাই না করা এমন ব্যক্তিদের নিয়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হচ্ছে। এটাই আসল সত্য।