
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজধানী এক্সপ্রেস। ভারতীয় রেলের দুনিয়ায় একেবারে কুলীন ট্রেন বলেই লোকজন সমীহ করেন। অনেকেই, দ্রুত যায় বলে, স্টপেজ কম বলে এই ট্রেনে চাপতে চান।বেশ আরামদায়ক জার্নি। আর সেই ট্রেনের একী হাল!
দিল্লি থেকেই অবশ্য নির্ধারিত সময়ের থেকে অনেকটাই দেরিয়ে ছেড়েছিল এই রাজধানী এক্সপ্রেস। মূলত ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যায়। তার জেরেই ট্রেনটি দেরি করে ছাড়ে। মানে প্রায় ৮ ঘণ্টা দেরিতে ট্রেনটা ছাড়়ে। রাত ৮টায় ট্রেন ছাড়ে। এরপর রাস্তায় বার বার থামছিল বলে খবর। যে গতিতে রাজধানী একেবারে রাজকীয়ভাবে যায় সেরকমভাবে যায়নি।
এরপর বিভিন্ন জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসতে শুরু করে। তবে আশার কথা এটাই যে, দেরি হলেও যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা হয়েছিল। সেকারণেই যাত্রী বিক্ষোভ সেভাবে মাথাচাড়া দেয়নি।
কিন্তু অনেকেরই ট্রেনের সূচি অনুসারে পরের কাজটা ঠিক করা থাকে। কিন্তু সেসব একেবারে ভেস্তে যায়। সূত্রের খবর, ট্রেনটি বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ শিয়ালদায় পৌঁছনর কথা ছিল। কিন্তু সেই ট্রেন আসে শুক্রবার দুপুর দুটোয়। প্রায় ২৮ ঘণ্টা লেটে আসে রাজধানীর মতো ট্রেন।
তবে যাত্রী সুরক্ষার উপর বিশেষভাবে জোর দিয়েছে রেল। সেকারণে কুয়াশার জন্য ঝুঁকি না নিয়ে ট্রেনটি কিছুটা কম গতিবেগে চালানো হয়েছে বিভিন্ন জায়গায়। তাছাড়া কুয়াশার জন্য বিভিন্ন জায়গাতেই রেল চলাচলে বিঘ্ন ঘটছে। ট্রেনটি দিল্লি থেকেই দেরিতে ছেড়েছিল। রাস্তাতেও দেরি হতে থাকে। সব মিলিয়ে চূডান্ত সমস্যায় পড়েন যাত্রীরা। তবে তাঁদের সবরকম সহযোগিতা করা হয়েছে রেলের তরফে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports