সপ্তাহের প্রথম দিনই রেল অবরোধ। শিয়ালদা দক্ষিণ শাখায় ঘুটিয়ারি শরিফ স্টেশনে অবরোধ। তবে কারণটা কিছুটা অদ্ভূতই। আসলে রেলের নতুন কামরা পছন্দ নয় যাত্রীদের। সেকারণেই অবরোধ করা হয়। সোমবার সকাল ৯টায় ক্যানিং থেকে শিয়ালদাগামী লোকালের যাত্রীরা রেল অবরোধ শুরু করেন। এর জেরে যাত্রীদের ভোগান্তি বাড়তে থাকে। এদিকে সকাল ৯টা মানে মূলত অনেকেরই অফিস যাওয়ার সময়। সেই সময়তেই আচমকা রেল অবরোধ।
প্রায় ঘণ্টাখানেক ধরে এই অবরোধ চলতে থাকে। শেষ পর্যন্ত রেলের আধিকারিকরা দেখা করেন অবরোধকারীদের সঙ্গে। তাঁদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। এরপরই রেল অবরোধ ওঠে। তবে যাত্রীদের দাবি, আমাদের দাবি না মানলে আগামী দিনে বড় আন্দোলন হবে।
সমস্যাটা মূলত রেলের নতুন বগি নিয়ে। আসলে বর্তমানে রেলের যে বগি এসেছে তার গঠন ঠিক আগের মতো নয়। যাত্রীদের একাংশের অভিযোগ রেলের নতুন বগিগুলিতে মহিলাদের কামরাতেই জেনারেটর রাখার জায়গা রাখা রয়েছে। এর জেরে মহিলা কামরায় জায়গা কমে গিয়েছে। অবিলম্বে সেই কামরা বদলে পুরনো কামরা আনার দাবি উঠছে।
তার পাশাপাশি যাত্রীদের অভিযোগ মহিলা কামরাতেই জেনারেটর রাখার জায়গা করার জন্য মহিলা কামরার জায়গা কমে গিয়েছে। বর্তমানে মহিলা কামরায় চারটে জায়গার বদলে তিনটি জায়গা রয়েছে। এদিকে পুরনো সিস্টেমে মহিলা কামরায় চারটে দরজা থাকত। পাঁচ নম্বর কামরায় থাকে জেনারেটর রুম। তবে নতুন যে কামরা এসেছে তাতে মহিলা কামরাতেই জেনারেটর রুম থাকছে। এই নতুন কামরাগুলি বম্বে কামরা বলে পরিচিত। সেই কামরা সরিয়ে পুরনো কামরা আনার দাবি করা হয়েছে।