কাজ শুরু হওয়ার প্রায় এক দশক পর অবশেষে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে গড়াতে চলেছে মেট্রোর চাকা। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এই রুটে মেট্রোর মহড়া দৌড় হবে। প্রাথমিকভাবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত একটি রেক দিয়ে মহড়া দৌড় করানো হবে। তবে চলতি বছরে শেষে এই রুটে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।
দীর্ঘদিন ধরে জমি জট-সহ বিভিন্ন প্রশাসনিক জটিলতায় এই রুটে মেট্রোর কাজ ব্যাহত হয়েছে। তবে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটার অংশে মেট্রোর কাজ প্রায় শেষ। ফলে এই অংশে চলতি বছরে শেষের মধ্যে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে একটি মাত্র রেক দিয়েই এখানে মেট্রো পরিষেবা চালু করা হবে। তবে এই রুটে যাত্রী চাপ যথেষ্ট হয়ে রয়েছে। ফলে একটি মাত্র রেকে যাত্রীরা কতটা উপকৃত হবেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে, সিগনালিং ব্যবস্থা ছাড়ায় নিউ গড়িয়া-রুবি পর্যন্ত মেট্রো ছুটবে। এই পাঁচ কিলোমিটার পথে সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। তবে কবি সুকান্ত এবং নিউ গড়িয়া স্টেশনের কাজ সামান্য বাকি রয়েছে। অভিষিক্তা মোড়ে উড়ালপুলের কাজ দীর্ঘদিন জমি জটে আটকে ছিল। তবে জমি জট কাটতেই সেই কাজ শেষ হয়েছে। এখনও এই রুটে লাইন পাতা হয়নি। নিউ গড়িয়া স্টেশন সংলগ্ন থার্ড লাইন পাতার কাজও সম্পন্ন হয়নি।নিউ গড়িয়া স্টেশনে কারশেড থেকে ট্রেন নিয়ে যাওয়ার জন্য লাইন পাতার কাজ এখনও চলছে। তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে বলে অনুমান। এই কাজ শেষ হয়ে গেলে ব্যাটারি চালিত ইঞ্জিন মহড়া দৌড়ের জন্য নিয়ে যাওয়া হবে।