করোনাভাইরাস রুখতে এবার গোমূত্র খাওয়ানোর অভিযোগ খোদ কলকাতায়। অভিযোগ, সোমবার বিজেপির উদ্যোগে কলকাতার জোড়াবাগানে এক পূজার আয়োজন করা হয়। সেখানে পূজার পর উপস্থিত প্রত্যেককে গোমূত্র পান করান বিজেপি নেতারা। ‘ভুল করে’ গোমূত্র খেয়ে ফেলেন কলকাতা পুলিশের এক হোমগার্ড। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে কুসংস্কার ছড়ানোর অভিযোগে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।পিন্টু প্রামাণিক নামে কলকাতা পুলিশের ওই হোমগার্ড জানিয়েছেন। জোড়াবাগানে ঘটনাস্থলে কর্মরত ছিলেন তিনি। তখন এক বিজেপি নেতা চরণামৃত বলে হাতে কিছু একটা ঢেলে দেন। খেয়ে বুঝতে পারেন সেটি আসলে গোমূত্র। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্যদেরও গোমূত্র খাওয়ানো হয় বলে জানিয়েছেন তিনি।এদিন বিজেপির তরফে গোপূজা করা হয়। তার পর বিলি করা হয় গোমূত্র। অনেকে বিজেপি নেতার বিলি করা গোমূত্র ভক্তিভরে খান।পুলিশ সূত্রের খবর, বিজেপি নেতা যা করেছেন তা অবৈজ্ঞানিক চিকিত্সা পদ্ধতির চর্চা। তাছাড়া এতে জনস্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। তাই এক অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ।