রাজ্যের চার কেন্দ্রের আজ উপনির্বাচনে বেশি তপ্ত হয়ে ওঠে খড়দহ। কারণ এখানে আজ ‘আক্রান্ত’ হয়েছেন সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। আর তা নিয়েই এবার সিপিআইএম নেতাকে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘তন্ময়বাবু কোথাকার ভোটার? প্রত্যেকবার নাটক করেন।’ এই মন্তব্য নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।আজ পার্টি অফিসে যাওয়ার সময় খড়দহ স্টেশন রোডে তাঁকে ইট ছোঁড়া হয়। তাতে রক্তাক্ত হন তন্ময় ভট্টাচার্য। এই নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সিপিআইএমের আছে কী আর? বাংলায় তাদের অবস্থান তলানিতে। চারটি আসনেই আমাদের জয় নিশ্চিত। এটা আর কিছুই নয়। হতাশায় ভুগছেন। আর সিআরপিএফকে কাজে লাগিয়ে ভোট বিঘ্নিত করতে চাইছে বিজেপি।’ উল্লেখ্য, আজ খড়দহে তন্ময়বাবুকে পিছন থেকে ইট মারা হয় বলে অভিযোগ। তন্ময়বাবু অভিযোগ, ‘আমার গাড়ি দূরে ছেড়ে দিয়েছিলাম। আমি হেঁটে আসছিলাম। তখনই আমাকে ইট মারা হয়েছে পিছন থেকে। আজ ওরা আমায় আঘাত করল। আমার প্রচণ্ড আঘাত লাগে। আমি পিছনে ফিরে দেখি কালো প্যান্ট পরা, কালো মাস্ক পরা একটি ছেলে পালাচ্ছে।’যদিও এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশন নালিশ জানাবে সিপিআইএম বলে খবর। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়েছে। মাথা ফেটেছে তন্ময়বাবুর বলে খবর। তিনি প্রাক্তন বিধায়ক। কে বা কারা তাঁকে ইট মারল তা এখন জানা যায়নি। উপনির্বাচনের সময় এমন ঘটনা খড়দহ এলাকায় জোর চাঞ্চল্যের কারণ হয়ে দাঁড়িয়েছে।