স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতি মামলায় আবারও বিপাকে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। আজ সন্ধ্যা ছ'টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সেই সময়ের মধ্যে হাজিরা না দিলে পার্থকে হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কমিশনের মাধ্যমে স্কুলে গ্রুপ 'সি' ও গ্রুপ ‘ডি’ কর্মী, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ-সহ সাতটি মামলায় (SSC Recruitment Scam) সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। বুধবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রাখে।
বুধবার ডিভিশন বেঞ্চের সেই রায়ের পরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম। সন্ধ্যা ছ'টার মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে সিবিআইয়ের দফতরে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেইসময়ের মধ্যে হাজিরা না দিলে পার্থকে হেফাজতে নেওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত মাসেও পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেইসময় সেই নির্দেশে ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ দিয়েছিল। তবে এবার আইনজীবী মহলের মতে, পার্থের পক্ষে স্থগিতাদেশ জোগাড় করা কঠিন হতে পারে। কারণ আজই ডিভিশন বেঞ্চ সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছে।