বৃহস্পতিবার বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন করেন, তদন্ত শেষ করতে কত দিন লাগবে? নির্দেশনাময় বিচারপতি সিনহা লিখেছেন, দ্রুত চার্জশিট পেশ করে শুনানি শুরু করার ব্যবস্থা করা উচিত ইডির। নইলে অভিযুক্তরা ছাড় পেয়ে যেতে পারে।
বিচারপতি অমৃতা সিনহা।
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডি - সিবিআইয়ের পেশ করা রিপোর্টের ওপর নির্দেশনামায় বিস্ফোরক সব শব্দ লিখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে যে নির্দেশনামা প্রকাশিত হয়েছে তাতে রয়েছে ‘বহুমুখি দুর্নীতি’, ‘গলা কাটা দামে চাকরি বিক্রি’র মতো শব্দবন্ধ।
নির্দেশনামায় বিচারপতি সিনহা লিখেছেন, রিপোর্টে চমকে ওঠার মতো টাকার অংকের উল্লেখ রয়েছে। টাকা বিভিন্ন হাতে ঘুরেছে। এক দফতর থেকে আরেক দফতরে গিয়েছে টাকা। গলা কাটা দামে চাকরি বিক্রি হয়েছে। অপরাধের ব্যপকতায় আদালত অবাক’।
বৃহস্পতিবার বিচারপতি সিনহা ইডিকে প্রশ্ন করেন, তদন্ত শেষ করতে কত দিন লাগবে? নির্দেশনাময় বিচারপতি সিনহা লিখেছেন, দ্রুত চার্জশিট পেশ করে শুনানি শুরু করার ব্যবস্থা করা উচিত ইডির। নইলে অভিযুক্তরা ছাড় পেয়ে যেতে পারে। এছাড়া কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনার রিপোর্ট কেন এখনও পৌঁছয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি সিনহা। CFSL থেকে ওই রিপোর্ট আনতে ইডিকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।