স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীদের বাড়ি ফেরত যেতে যে ভাতা দেওয়া হয় তা কমিয়ে অর্ধেক করল রাজ্য সরকার। স্বাস্থ্যভবন থেকে জারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে ২০০ টাকা করে ভাতা পাবেন রোগীরা। স্বাস্থ্যসাথী প্রকল্পে এই ভাতা নিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ ওঠার পরেই স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তিতে একাধিক প্রশ্ন উঠছে। তবে কি প্রকল্পের টাকা তছরূপের দরজা এতদিন জেনে বুঝে খুলে রেখেছিল স্বাস্থ্যভবন।
রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের ৬০০ টাকা করে পরিবহন ভাতা পেতেন রোগীরা। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর এই টাকা পেতেন তাঁরা। কিন্তু তখন স্বাস্থ্যসাথী প্রকল্প চালাত একটি বেসরকারি সংস্থা। রাজ্য সরকার তাদের প্রিমিয়াম দিত। গত জুলাইয়ে সেই সংস্থা স্বাস্থ্যসাথী প্রকল্প চালানোর দায়িত্ব থেকে সরে আসে। এর পর থেকে সরাসরি প্রকল্প চালানো শুরু করে রাজ্য সরকার। তার কিছুদিনের মধ্যেই প্রকল্পের পরিবহন ভাতা ৬০০ টাকা থেকে কমিয়ে ৪০০ টাকা করে দেয় রাজ্য সরকার। সঙ্গে জানিয়ে দেয়, এর মধ্যে ২০০ টাকা প্রশাসনিক খরচ হিসাবে কেটে নেওয়া হবে। অর্থাৎ রোগীরা পাবেন মাত্র ২০০ টাকা। এবার স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল মাত্র ২০০ টাকা করে পরিবহন ভাতা পাবেন রোগীরা।
সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজে স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবহন ভাতা তছরূপের অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগ খাতায় সই করিয়ে নিলেও টাকা পাননি অনেকে। তার পরই স্বাস্থ্য ভবনের এই বিজ্ঞপ্তিতে প্রশ্ন উঠছে, স্বাস্থ্যসাথীর টাকা যে তছরূপ হচ্ছিল তা কি আগে থেকে জানত স্বাস্থ্য ভবন? যে সব রোগীরা পায়ে হেঁটে বাড়ি ফিরতে পারবেন না ২০০ টাকায় তাঁদের কী হবে?