আজ, সোমবার সকালে বাগুইআটি জর্দাবাগান এলাকায় জনবহুল অঞ্চল থেকে মাথার খুলি–সহ ব্যাগ উদ্ধারকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গিয়েছে। আজ সকালে স্থানীয় বাসিন্দারা ব্যাগটি প্রথমে দেখতে পান। সেই ব্যাগে দেখা যায়, মানুষের মাথার খুলি, হাড় জাতীয় বস্তু পড়ে রয়েছে। তখনই স্থানীয় বাসিন্দারা বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ব্যাগে মানুষের মাথার খুলি ও হাড় যা কিছু রয়েছে সব খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পরিত্যক্ত একটি বাড়ির পাশেই পড়েছিল ওই ব্যাগ। আর তা দেখে কার্যত সন্দেহ হয় এলাকাবাসীর। তাই দ্রুত তাঁরা খবর দেয় বাগুইআটি থানায়।
এদিকে পুলিশ এসে ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ল মানুষের মাথার খুলি, হাড়, কঙ্কাল। তা প্রকাশ্যে আসতেই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বাগুইআটি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা বিষটি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এসব রেখে চম্পট দিল তা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছে। রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হবে। তার আগে এমন ঘটনা ভাবিয়ে তুলেছে পুলিশ কর্তাদের। সব সূত্রই কাজে লাগানো হয়েছে ঘটনা জানতে।
আরও পড়ুন: ফল ঘোষণার একদিন আগেই তেতে উঠলেন দেব, দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠালেন বার্তা
অন্যদিকে বাগুইআটি জর্দাবাগান এলাকায় এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোন বিষয় রয়েছে তাও জানার চেষ্টা চলছে। কারণ ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয়েছে খুলি, হাড়গোড় আর কঙ্কাল। তা দেখেই স্থানীয় বাসিন্দারা সোজা বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে সব উদ্ধার করে নিয়ে গিয়েছে থানায়। গোটা ঘটনা খতিয়ে দেখতে এলাকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই আবহে অনেকে চাউর করছেন, মেডিক্যাল সায়েন্সে ব্যবহার করার জন্য এই হাড়গুলি রাখা হয়েছিল। কিন্তু এই তথ্য কতটা যুক্তিসঙ্গত সেটা খতিয়ে দেখছে পুলিশ। তাই যদি হবে তাহলে এভাবে ফেলে রাখা হবে কেন? উঠছে প্রশ্ন।
এছাড়া এই ঘটনা নিয়ে যখন জটলা তৈরি হয় তখন বেশ কয়েকজন স্থানীয় মানুষজন তাঁদের কথা তুলে ধরেন। এই এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, ‘একটা ব্যাগের ভিতর মাথার খুলি প্রথমে নজরে আসে। হাড়–মাথা সব বেরিয়ে আছে দেখা যায়। যা দেখে অনেকেই শিউরে ওঠেন। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সবকিছু নিয়ে গিয়েছে। ওখানে অনেকগুলি থার্মোকল রাখা ছিল। সেইগুলির ঠিক নিচেই ওই ব্যাগটা রাখা ছিল। যা থেকে মানুষের হাড়গোড় বেরিয়ে ছিল। তবে পুলিশ এসে ব্যাগ উদ্ধার করে নিয়ে গেলে খানিকটা স্বস্তি মেলে।’