কোচবিহার বিমানবন্দরে রবিবার দুপুরে বিমান চলাচলের ট্রায়াল রান সফল হয়েছে। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন থেকে এখানে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হবে। আর আজ, সোমবার থেকেই অনলাইনে টিকিট বুকিং করা যাবে। বিমান সংস্থা সূত্রে খবর, প্রথম ন’দিন ৯৯৯ টাকা করে ভাড়া লাগবে। এরপর থেকে ভাড়া হবে ৩৭৪০ টাকা। সেইসঙ্গে জিএসটি যোগ হবে। কোচবিহার–কলকাতা বিমান পরিষেবার উদ্বোধন আগেই হওয়ার কথা ছিল। কিন্তু পরিকাঠামো সম্পূর্ণ তৈরি না হওয়ায় সেটা পিছিয়ে গিয়েছিল। এবার সেটা চালু হতে চলেছে।
এই কোচবিহার–কলকাতা বিমান পরিষেবা চালুর কথা জানিয়েছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এই কম সময়ের রুটে যাতায়াতের জন্য ৯৯৯ টাকা ভাড়া ঠিক করা হয়। যা মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু এবার জানা যাচ্ছে এই ভাড়া শুধুমাত্র ৯ দিনের জন্য। বরাবরের জন্য নয়। নিশীথ প্রামাণিক বলেছিলেন, ‘মোদী সরকারের উড়ান স্কিমের আওতায় মিলবে এই বিমান পরিষেবা।’ তবে এই ভাড়ার তারতম্যের কথা এখনও প্রকাশ্যে আসেনি। সেটা এবার জানজানি হয়ে গেলে যাত্রীরা কতটা উৎসাহ দেখাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
এদিকে এদিন কলকাতা থেকে ৯ আসন বিশিষ্ট বিমানটি কোচবিহার বিমানবন্দরে এসে পৌঁছয়। তারপর সেটি ফের কলকাতায় ফিরে যায়। বিমান নামার বেশ কিছুক্ষণ আগে থেকেই বিমানবন্দরে তৎপরতা শুরু হয়ে যায়। ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন শুরু হচ্ছে কোচবিহার–কলকাতা বিমান পরিষেবা। কোচবিহার বিমানবন্দরের অফিসার মনোজ সরকার, ‘পরিকাঠামোগত সমস্যা মিটে গিয়েছে। তবে দ্রুত সেটা শেষ করে ২১ তারিখ পরিষেবা চালু করা হবে।’